scorecardresearch
 

Siliguri Fire: শিলিগুড়ির হিলকার্ট রোডে হোটেলে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

Siliguri Fire: শিলিগুড়ির হিলকার্ট রোডে হোটেলে আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১

শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোডের ওপর থাকা একটি হোটেলে ভয়াবহ আগুন লাগে। জানা গেছে মধ্যরাতে এই আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে হোটেলটি। পাশাপাশি আরও ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় আগুনে পুড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দমকলদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে । তবে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।