উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গ্যারেজে বাসের মধ্যে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। পুড়ে যায় একটি সরকারি বাস৷ প্রথম অবস্থায় বাসে আগুন দেখতে পান সংস্থার গ্যারাজের কর্মীরা। এর পরে খবর দেওয়া হয় কোচবিহার দমকলে। দমকলে দুটি ইঞ্জিন একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে অসম ও শিলিগুড়ি রুটের বড় দুরপাল্লার বাস গুলি ডিপো তে ফিরে আসার পরে এই গ্যারাজে প্রয়োজনীয় সাড়াই এর কাজ করা হয়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন একটি বাস সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে । প্রাথমিক অবস্থায় মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন লাগার সঠিক খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।