scorecardresearch
 
Advertisement

North Dinajpur: BJP কাউন্সিলর ট্রাক্টর চালিয়ে নিজেই পরিষ্কার করলেন

North Dinajpur: BJP কাউন্সিলর ট্রাক্টর চালিয়ে নিজেই পরিষ্কার করলেন

ট্রাক্টর চালিয়ে এলাকায় এলাকায় গিয়ে আবর্জনা সাফাই করছেন কালিয়াগঞ্জ পৌরসভার কমিশনার তথা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরাঙ্গ দাস। জামাইষষ্ঠীর সকালে কাউন্সিলর তথা কমিশনারকে এভাবে জঞ্জাল সাফ করতে দেখে অবাক হয়ে যান সকলে। নিজের ওয়ার্ডে কোথায় কোথায় নোংরা আবর্জনা জমে রয়েছে তা নিজে সরজমিনে খতিয়ে দেখে পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে নিয়ে নিজে ট্রাক্টর চালিয়ে আবর্জনা পরিষ্কার করতে নেমে পড়েন তিনি । প্রথমে ওয়ার্ডের মানুষেরা একটু প্রথমেও হকচকিত হয়ে গেলেও পরে অবশ্য তাঁরাই আবার বললেন সমাজসেবা করার ক্ষেত্রে আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের আগাগোড়া মানসিকতা রয়েছে। সকালে দেখা গেল ঘোড়া বাবুকে তাঁর নিজের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গিয়ে সাফাই কর্মীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিজেই কোন কোন সময় কোদাল বেলচা হাতে নিয়ে নোংরা আবর্জনা তুলে গাড়ির মধ্যে রাখতে। কালিয়াগঞ্জ পৌরসভার 10 নম্বর ওয়ার্ড বরাবরই একটু পিছিয়ে পড়া ওয়ার্ড। এই ওয়ার্ডের বহু মানুষ এখনো দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। অপরদিকে এই ওয়ার্ডটি কালিয়াগঞ্জ এর মধ্যে অন্যান্য সব ওয়ার্ড এর তুলনায় একটু বড় রয়েছে। স্বভাবতই আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার ক্ষেত্রে অনেক সময় পৌরসভার সাফাই কর্মীদের এখানে হিমশিম খেতে হয়। সেই সমস্যাকে দূর করার জন্য গৌরাঙ্গ বাবু নিজেই এবার হাত লাগালেন পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে হাতে হাত রেখে। ট্রাক্টরের স্টিয়ারিং হাতে নিয়ে ট্রাক্টর চালিয়ে সকাল থেকে তাঁকে দেখা গেল 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে নেমে পড়তে সাফাই এর কাজে। গৌরাঙ্গ দাস বলেন, সবচেয়ে বিশেষ একটি দিন জামাই ষষ্ঠী। বিভিন্ন এলাকার জামাইরা এই ওয়ার্ডে আসবে তো সেই ক্ষেত্রে ওয়ার্ডের যেমন সম্মান জড়িত তার সঙ্গে সঙ্গে আর একটি বিষয় হল সাফাইকর্মী যারা প্রতিনিয়ত এই ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখ, তাদের মনোবল বাড়ানোর জন্য তাদের সঙ্গে থেকে তিনিও এই কাজে নেমে পড়ছেন ট্রাক্টরের স্টিয়ারিং হতে নিয়ে। তিনি বলেন তিনি মাঝে মাঝে সাফাই কর্মীদের সঙ্গে করে ওয়ার্ড কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এবং সাফাই কর্মীদের ও যাতে এটা মনোভাব না হয় যে শুধু আমরাই নোংরা আবর্জনার কাজ করি। এই সমাজকে পরিষ্কার রাখার দায়িত্ব প্রত্যেকের ।আজকে আমি কাউন্সিলর হয়েছি বলে যে আমি কাজ করতে পারব না সেটা ঠিক নয়। ওয়ার্ডের মানুষ আমাকে আশীর্বাদ করেছে সেই ক্ষেত্রে আমারও কর্তব্য এই ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ।

North Dinajpur bjp councillor clean the road in own hand.

Advertisement