Advertisement

River Erosion in Malda: অন্ধকারে ডুববে আটটি গ্রাম, নদীর ভাঙনের ভয় ধরা ভিডিও

ফুলহার নদীতে ব্যাপক ভাঙন। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের উত্তর ভাকুরিয়া এলাকার ঘটনা। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। জল বাড়তেই ভাঙন শুরু হয়েছে এলাকায়। পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জল বাড়ছে ফুলহার নদীর। হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে নদী ক্রমশ জনবসতীর কাছে চলে এসেছে।জনবসতি এলাকা থেকে নদী আর মাত্র 20 মিটার দূরে। ইতিমধ্যে নদীর তীরবর্তী অঞ্চলের গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ করার বেশ কতগুলি পোল ভাঙনের প্রভাবে নদীর খুব কাছে চলে এসেছে। খুব শীঘ্র বিদ্যুতের খুঁটিগুলি নদীগর্ভে তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভাঙন দুর্গত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি নদীর দিকে হেলে পড়েছে ভাঙনের জেরে। এই বিদ্যুতের খুঁটি গুলি নদীর তলায় চলে গেলে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতেরই সাত থেকে আটটি গ্রামের মানুষ কার্যত অন্ধকারে ডুবে যাবেন। নদী ভাঙনের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়বে হরিশ্চন্দ্রপুরের এক অংশ।

River Erosion in Malda.

Advertisement