নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা ঝোরপাড়া থেকে ৩১টি বিরল প্রজাতির সাপ উদ্ধার করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। পাচারকারীরা ভারত থেকে এই সাপগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।
BSF-র তরফে জানানো হয়েছে, আজ ০৮ ব্যাটালিয়নের জওয়ানরা ঝোরপাড়ার একটি কলাবাগানের কাছে ইতস্তত ঘোরাফেরা করছিল। তাদের দেখে সন্দেহ হয় জওয়ানদের। তাঁরা সন্দেহভাজনদের দাঁড়াতে বলেন।
কিন্তু, জওয়ানদের কথা না শুনে এলাকা থেকে চম্পট দেয় সন্দেহভাজনরা। এরপর সেই কলাবাগান থেকে একটি ব্যাগ উদ্ধার করে BSF। সেখান থেকে উদ্ধার হয় ২৩টি বিরল প্রজাতির সাপ।
উদ্ধার হওয়া সাপগুলিকে নদিয়া জেলা বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়। বিরল প্রজাতির সাপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল, কারা এই পাচারচক্রের সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে।