কলেজের অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই অ্যাকাউন্টেন্টের বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।
কলেজ অধ্যক্ষ ও কর্মীরা জানিয়েছেন, সরকারি বিধি নিষেধের কারণে কলেজে পড়ুয়ারা আসছে না৷ ৫০ শতাংশ কর্মী নিয়ে মহাবিদ্যালয়ের অফিস নিয়মিত চলছে।
এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ কলেজ অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত। ঘরের দরজা আটকে তাকে মারধর করতে থাকে৷ চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন।
কলেজের শিক্ষক কর্মী তপন মন্ডল ও প্রদীপ সরকার জানান, আমরা অধ্যক্ষকে চিৎকার করতে শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাকে মারধর করছে৷ আমরা ঠেকাতে গেলে দা নিয়ে আমাদের উপরও ঝাঁপিয়ে পড়ে । ধস্তাধস্তি করে তার হাত থেকে দা কেড়ে নেওয়া হয়।