scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

WB Rain Forecast: মকর সংক্রান্তিতে এবার ভিজছে কলকাতা! কবে থেকে ফিরছে শীত?

WB Rain Forecast
  • 1/12

পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল থেকেই  দক্ষিণবঙ্গের  আকাশ মেঘলা। এদিন সবকটি জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে।

WB Rain Forecast
  • 2/12

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকলো ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি।

WB Rain Forecast
  • 3/12


 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাত থেকেই  রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সেইদিক থেকেই পশ্চিমী ঝঞ্ঝা আমাদের রাজ্যে প্রবেশ করবে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া ইত্যাদি জেলায় আজ থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে। তারপর বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
 

Advertisement
WB Rain Forecast
  • 4/12

 আগামিকাল  অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ  শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ রাজ্য জুড়ে বৃষ্টি চলবে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 
 

WB Rain Forecast
  • 5/12

বুধবার থেকে শুক্রবার, কলকাতায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
 

WB Rain Forecast
  • 6/12

তুলনামূলক ভাবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। দার্জিলিং ও কালিম্পং জেলায়  শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WB Rain Forecast
  • 7/12

এবার সাগর মেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
 

Advertisement
WB Rain Forecast
  • 8/12

আগামী ২৪  ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। দিনের বেলা কার্যত শীত উধাও হবে রাজ্যে। 

WB Rain Forecast
  • 9/12

হাওয়া অফিস বলছে, সকালের দিকে দৃশ্যমানতা কম থাকবে। রাতের তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। 

WB Rain Forecast
  • 10/12

রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকায় শীত কম থাকবে।  
 

WB Rain Forecast
  • 11/12

শীতে এই অকাল বৃষ্টির কারণে আলু চাষ ও সবজি চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই বিষয়ে চাষিদের সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। 

Advertisement
WB Rain Forecast
  • 12/12

তবে ১৬ তারিখ থেকে আকাশ ফের পরিষ্কার হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

Advertisement