scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Asansol By-Election 2022: না থেকেও আছেন, আসানসোলে কেষ্ট-প্রসাদ 'নকুলদানা'ই ভরসা TMC-র

আসানসোলে নকুলদানা বিলি
  • 1/10

আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে অনুব্রত মণ্ডলকে নির্বাচনী দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের দিনই তিনি নেই। অসুস্থ অনুব্রত মণ্ডল চিকিৎসাধীন এসএসকেএম হাসপাতালে। তবে আসানসোলে না থেকেও আছেন কেষ্ট। আরও স্পষ্ট করে বলল, তাঁর নকুলদানা-বাতাসা। 
 

আসানসোলে নকুলদানা বিলি
  • 2/10

গরুপাচার মামলায় সিবিআই হাজিরা দিতে কলকাতায় এসেছিলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তবে সিবিআই অফিসে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন। সোজা তাঁর গাড়ি চলে যায় এসএসকেএম হাসপাতালে। সেখানে উডবার্ন ওয়ার্ডে তিনি ভর্তি। 

আসানসোলে নকুলদানা বিলি
  • 3/10

বীরভূমের দাপুটে নেতাকে অনুব্রতকে আসানসোলে উপনির্বাচনের পর্যবেক্ষক করেছিল তৃণমূল। সেই তিনিই ভোটের দিন নেই আসানসোলে। 

Advertisement
আসানসোলে নকুলদানা বিলি
  • 4/10

অনুব্রত না থাকলেও তাঁর দাওয়াই গুড়, বাতাসা ও নকুলদানা রয়েছে। 

আসানসোলে নকুলদানা বিলি
  • 5/10

ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের নকুলদানা, বাতাসা ও জল খাওয়াতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের।  
 

আসানসোলে নকুলদানা বিলি
  • 6/10

আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়া অভিনাশ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সাতসকালে নকুলদানা নিয়ে হাজির হন তৃণমূল কর্মীরা।  

আসানসোলে নকুলদানা বিলি
  • 7/10

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,অনুব্রত মণ্ডল না থাকলেও গরমে নকুলদানা ও বাতাসা দেওয়া হচ্ছে ভোটারদের। কারণ আসানসোল শিল্পাঞ্চলে দাবদাহে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ।

Advertisement
আসানসোলে নকুলদানা বিলি
  • 8/10

কেষ্ট-ভক্ত তৃণমূল নেতার বক্তব্য,কেষ্টদা দায়িত্বে আছেন। ওঁর দেখানো পথে নকুলদানা, গুড়বাতাসা দিয়ে সেবা করছি আমরা। দিদির যা উন্নয়ন সেটা দেখেই মানুষ ভোট দেবেন। 

আসানসোলে নকুলদানা বিলি
  • 9/10

ভোটের দিন কখনও পাঁচন, কখনও চড়াম চড়াম ঢাকের দাওয়াই আবার কখনও নকুলদানা-গুড়বাতাসা খাওয়ানোর নিদান দিয়ে আসছেন অনুব্রত মণ্ডল।

আসানসোলে নকুলদানা বিলি
  • 10/10

তাঁর গুড়-বাতাসার অবশ্য দ্বিঅর্থ খুঁজে পেয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, আসলে ভোটারদের ভয় দেখাতেই এসব বলেন অনুব্রত। যদিও তা অস্বীকার করে আসছেন তিনি। আসানসোলের ভোটাররা অবশ্য নকুলদানা পেয়ে খুশিই।   

Advertisement