West Bengal and Kolkata Summer Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। গরমে প্রবল অসুবিধায় মানুষ। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। আজ, মঙ্গলবারও সেখানে বৃষ্টি হবে। সেখানে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে কী হবে? এখানে বৃষ্টির জন্য কিছুটা অপেক্ষা করতে হবে। তবে বৃষ্টি সব জেলায় হবে না। কয়েকটা জেলায় হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তার মানে গরমের হাত থেকে এখনই নিস্তার নেই। আরও একটু ভুগতে হবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, আজ, মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন: হালুয়ার বদলে মিষ্টি, এবার বাজেট-রীতিও বদল মোদী সরকারের
দক্ষিণবঙ্গে শুধুমাত্র পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ওড়িশা সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানকার সব জায়গায় বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে কিছু এলাকায় হবে। ১২ এপ্রিল, মঙ্গলবার শুষ্ক ওয়েদার থাকবে।
১৩ তারিখ মানে বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ার মতো জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আরও পড়ুন: স্কুল খোলার দাবিতে সাইকেলে চেপে প্রচারে নেমেছেন শিক্ষক
১৪ এবং ১৫ তারিখের দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বেশি রয়েছে।
তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না। এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ
আরও পড়ুন: দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক এসে গেল বাজারে
তারা আরও জানাচ্ছে, শুধুমাত্র পশ্চিমের জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম- এই সব জেলাতে তাপমাত্রা একটু বেশি রয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আরও ৩-৪ দিন এই অবস্থা থাকবে।
কেমন থাকবে উত্তরবঙ্গের পরিস্থিতি? উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিটা একটু কমবে। হালকা ধরনের বৃষ্টি হবে। কিন্তু ১৩ এপ্রিল আবার বৃষ্টি বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।