scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Exclusive: দেশের জন্য মাকে ছেড়েছিলেন, আজ পরিবারের ঠিকানা টালির বাড়ি

freedom fighter
  • 1/11

চলে এল আরেকটি স্বাধীনতা দিবস। আগামী রবিবার ৭৫তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছে গোটা দেশ। 

freedom fighter
  • 2/11

যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক সেইসব স্বাধীনতা সংগ্রামীদের পরিবার কেমন আছে? তার খবর আমরা বড় একটা রাখিনা।

freedom fighter
  • 3/11

নেতাজি সুভাষচন্দ্র বসুর  আজাদ হিন্দ ফৌজের বীর সৈনিক ছিলেন  হুগলির শ্রীরামপুরের ক্ষিতিশ চন্দ্র দাস। ইংরেজ শাসনে টানা ১৮  মাস কুখ্যাত ঢাকা-চট্টগ্রামের জেলে বন্দি ছিলেন এই বিপ্লবী। পরে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি জেল থেকে পালিয়ে যান।

Advertisement
freedom fighter
  • 4/11

 শোনা যায় ক্ষিতিশ চন্দ্র দাস নিজের মাকে ত্যাগ করে ভারতমাতা কে স্বাধীন করার সংগ্রামে ঝাঁপিয়ে ছিলেন। আজাদ হিন্দ ফৌজের হয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবী সংগ্রামে যোগ দেন।

freedom fighter
  • 5/11

 জয়প্রকাশ নারায়ণ (জেপি),  নেতাজি সুভাষচন্দ্র বসু,  শরৎচন্দ্রে বসু , অমিও বসু, ইংরেজ শাসনের বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুঠ কাণ্ডের মহানায়ক গণেশ ঘোষের মতো স্বাধীনতার সেনানীদের সঙ্গে আজাদ ভারতের স্বপ্ন দেখেছিলে ক্ষিতিশ চন্দ্র দাসও।
 

freedom fighter
  • 6/11

দেশ স্বাধীন হয়েছে কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীর পরিবারের ঠিকানা বলতে  বাঁশ - টালির দুই কামরার বাড়ি।

freedom fighter
  • 7/11

সেখানেই কোনওরকমে দিন গুজরান করছেন তাঁর  বিধবা স্ত্রী এবং দুই ছেলে।  কোনওভাবে দু'বেলার খাবার জোগাড় করতে পারছেন আজাদ হিন্দ ফৌজের স্বর্গীয় সেনানীর পরিবার।
 

Advertisement
freedom fighter
  • 8/11


ক্ষমতায় আসার পর আজাদ হিন্দ বাহিনী ও নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে বারবার আবেগ তাড়িত হতে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

freedom fighter
  • 9/11

 আশা নিয়ে তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাছে দরবার করেছেন স্বাধীনতা সেনানীর পরিবারের সদস্যরা।
 

freedom fighter
  • 10/11

 দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে  চিঠি লেখা থেকে শুরু করে নেতা-মন্ত্রী-আমলা সব দরবারেই গিয়েছেন।

freedom fighter
  • 11/11

 তা সত্ত্বেও ক্ষিতিশ চন্দ্র দাসের পরিবারের সব প্রচেষ্টাই বৃথা।

Advertisement