scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : ৮ পা-ওয়ালা ছাগল শাবক! বনগাঁয় হইচই

অবিশ্বাস্য
  • 1/9

অবিশ্বাস্য হলেও সত্যি! আটটি পা নিয়ে জন্মাল ছাগল। আর তাকে দেখতে দূরদূরান্ত থেকে ভিড় করেছে মানুষ। আট পাওয়ালা ছাগলের শাবক দেখার জন্য গ্রামে মানুষের ঢল নেমেছে।

বনগাঁ
  • 2/9

ওই শাবককে দেখে এক সময় ভয় পেয়ে গিয়েছিলেন ওই বাড়ির বাসিন্দারা। উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ এলাকার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের ঘটনা।

কালমেঘা
  • 3/9

স্থানীয় সূত্রে খবর, ওই ছাগলের শাবকটি বাঁচেনি। জন্মানোর কিছুক্ষণ পরই সেটি মারা গিয়েছে। বনগাঁর ঘাটবাওড় পঞ্চায়েত এলাকার কালমেঘা গ্রামের ঘটনা।

Advertisement
পোষা
  • 4/9

আমরা জানি ছাগলের চারটি পা হয়। তবে কল্পনা মন্ডলের বাড়ির পোষা ছাগল আট পা-ওয়ালা এক শাবকের জন্ম দিয়েছিল। এই পরিবার দীর্ঘদিন ধরে ছাগল গরু পুষে আসছেন। এই প্রথম তারা দেখল ছাগলের আটটি পা।

দু'টি
  • 5/9

বৃহস্পতিবার ছাগলটি দু'টি ছাগলের বাচ্চার জন্ম দেয়। একটি সম্পূর্ণ সুস্থ। চারটি পা নিয়ে জন্মেছে। আর অন্য আটটি পা নিয়ে জন্মায়। কিছুক্ষণের জন্য বেঁচেছিল ছাগলটি। তবে পরে মারা যায়।

জানাজানি
  • 6/9

ঘটনার খবর জানাজানি হতেই ওই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ আসতে শুরু করে সেই বাড়ির ছাগলটিকে দেখতে। প্রথম অবস্থায় পরিবারের লোকজন কিছুটা ভয় পেয়ে গিয়েছিল ছাগলটির শাবককে দেখে। কারণ এর আগে কোনদিনও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি তারা।

কল্পনা
  • 7/9

কল্পনা মন্ডল জানান, দেখি আবার একটা পা এসেছে। পরপর চারটে পা। শেষ পর্যন্ত দেখা যায় একটি মুখ, আটটি পা। তার পাঁচ মিনিট পর আরও একটি সন্তান প্রসব করেন ছাগলটি। এই প্রথম বাচ্চা দিল ছাগলটি। আমরা গরু-ছাগল পুষি। আগে এমন ঘটনা দেখিনি।

Advertisement
ফোনে
  • 8/9

স্থানীয় বাসিন্দা সরস্বতী মন্ডল জানান, একটা ছাগলের শাবক হয়েছে। তার ৮টি পা ছিল। আমি সেই ছবি ফোনে দেখেছি। এর আগে এমন কোনও দিন তো দেখিনি। এমন ঘটনা ঘটেনি।

ভিডিও
  • 9/9

এদিকে, ওই ছাগলটির ছবি তুলে রেখেছেন অনেকে। ঘটনার কথা জানতে পেরে অনেকে হাজির হচ্ছেন সেখানে। অনেকে মোবাইলে ছবিও তুলে রেখেছেন। কেউ কেউ ভিডিও করে রেখেছেন।

Advertisement