নদিয়ার শান্তিপুরে রাতের অন্ধকারে গৃহস্থবাড়ি থেকে উদ্ধার প্রমাণ সাইজের বিষাক্ত কালাচ সাপ। আতঙ্কে থরহরিকম্প বাড়ির বাসিন্দাদের।
স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারীদের এক ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হয় ওই বিষাক্ত কালাচ সাপটি। তারপরেই স্বস্তি ফেরে পরিবারে।
ঘটনাটি শান্তিপুর পুরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের মুদি পাড়া এলাকায় বৃহস্পতিবার রাত্রি ন'টা ত্রিশ নাগাদ গৌরব কুণ্ডুর বাড়িতে সাপটি ঢুকে পড়ে।
বাড়ির কোণে বিষাক্ত কালাচ সাপটিকে ঘোরাফেরা করতে লক্ষ্য করে গৌরব কুন্ডু সহ তার পরিবার। এরপর সাপটি বিষাক্ত না নির্বিষ তা বুঝতে পারেননি তাঁরা।
বুঝতে না পারায় পরিবারের পক্ষ থেকে ফোন করা হয় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। পরে পরিবার জানতে পারে ওই সাপটি বিষাক্ত কালাচ সাপ।
স্বভাবতই এরপর থেকেই গোটা পরিবারের আতঙ্ক সৃষ্টি হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারীরা এবং ওই বিষাক্ত কালাচ সাপ টিকে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বস্তাবন্দি করে উদ্ধার করে ।
এ বিষয়ে তিনি জানান, বিষাক্ত কালাচ সাপ সচরাচর দিনের আলোয় বের হয় না। এরা রাতের অন্ধকারে চলাফেরা করতে বেশি ভালোবাসে।
এদের সবথেকে বেশি পছন্দ মানুষের ঘামের গন্ধ। যার কারণে শোবার বিছানা কিংবা ঘরের ভেতরে থাকতে বেশি পছন্দ করে।