Advertisement
পশ্চিমবঙ্গ

Bangladesh Ilish Export: আজই ঢুকছে বাংলাদেশের ইলিশ, কলকাতা সহ রাজ্যের বাজারে কবে থেকে মিলবে?

দুর্গাপুজোর আগে  ভারতে ১২০০ টন ইলিশ মাছ
  • 1/11

দুর্গাপুজোর আগে  ভারতে ১২০০ টন ইলিশ মাছ রফতানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইউনূস সরকারের বাণিজ্য মন্ত্রক। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোন কোন সংস্থা কত পরিমাণে ইলিশ ভারতে রফতানি হবে।
 

নগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবারই ইলিশ পৌঁছে
  • 2/11

আজ, মঙ্গলবার থেকেই রফতানি শুরু করছে। বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবারই ইলিশ পৌঁছে যাবে কলকাতার আড়তগুলিতে। কাল থেকে বাংলার খুচরো ও পাইকারি বাজারে পদ্মার ইলিশ পাওয়া যাবে।
 

১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর
  • 3/11

১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রফতানি করতে বলেছে বাণিজ্য মন্ত্রক। 
 

Advertisement
প্রায় ৩ হাজার টন ইলিশ
  • 4/11

গতবছর পুজোর আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রায় ৩ হাজার টন ইলিশ ভারতে রফতানি করার কথা জানিয়েছিল। যদিও পরে তা কমিয়ে ২৪২০ টন ইলিশ ভারতে পাঠায় ইউনূস সরকার। 
 

এবার আরও কম ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ।
  • 5/11

এবার আরও কম ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। জানা যায়, প্রতি কেজি বাংলাদেশি ইলিশ ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকায় রফতানি করবে বাংলাদেশ সরকার।
 

গত ৮ সেপ্টেম্বর একটি বিবৃতি দিয়েছিল বাংলাদেশ সরকার
  • 6/11

গত ৮ সেপ্টেম্বর একটি বিবৃতি দিয়েছিল বাংলাদেশ সরকার। তাতে ভারতে ইলিশ রফতানিতে ইচ্ছুক সংস্থাগুলির থেকে আবেদনপত্র চাওয়া হয়। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, তার থেকে ৩৭টি সংস্থাকে বেছে নেওয়া হয়।
 

ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার
  • 7/11

ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দুর্গাপুজো উপলক্ষে ভারতের অনুরোধে সরকার এবার ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বলে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান।
 

Advertisement
প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে
  • 8/11

তিনি বলেন, 'প্রতিবেশী দেশের অনুরোধ থাকায় কিছু পরিমাণ ইলিশ পাঠাতে হচ্ছে, তবে এবার কম পরিমাণে এবং তুলনামূলক বেশি মূল্য ধরা হয়েছে।'
 

ক কেজি ওজনের ইলিশ পাইকারি বাজারে ১৬০০ টাকার কাছাকাছি পড়বে
  • 9/11

বাংলাদেশের ইলিশ ঢুকলেই রাজ্যের মাছের বাজারে ঢুকে পড়বে। কত দাম পড়তে পারে পদ্মার ইলিশের? ফিস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সম্পাদক বলেন, 'এক কেজি ওজনের ইলিশ পাইকারি বাজারে ১৬০০ টাকার কাছাকাছি পড়বে।' 
 

এই মাছ খুচরো বিক্রেতারা তাঁদের মতো দামে বিক্রি করবেন
  • 10/11

এই মাছ খুচরো বিক্রেতারা তাঁদের মতো দামে বিক্রি করবেন। মনে করা হচ্ছে কেজি প্রতি ২০০০ বা ২২০০ টাকা দামে বিক্রি পদ্মার ইলিশ বিক্রি হতে পারে। 
 

গত বছর হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ
  • 11/11

গত বছর হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আসবে কিনা তা নিয়ে দোলাচল ছিল। পরে যা কথা দিয়েছিল তার চেয়ে কম পরিমাণে ইলিশ পাঠায় বাংলাদেশ।
 

Advertisement