প্রসঙ্গত আন্দামানে মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে। তা ক্রমে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে মৌসুমী বায়ু পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত অগ্রসর হয়েছে। সেই কারণেই রাজ্যে ঝড়-বৃষ্টি বলেই জানা যাচ্ছে।
হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ২৫ তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত।
হাওয়া অফিসের পূর্বাভাস, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে কয়েক জায়গায় ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে।
দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৬ ও ২৭ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না।
২৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৬ ও ২৭ তারিখ বৃষ্টির পরিমাণ একটু বাড়বে উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতায় ঝড় বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।
গত ১৬ মে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আন্দামান সাগরে পৌঁছেছে। কেরলে বর্ষার আগমন হতে চলেছে ২৭ মে নাগাদ। কেননা সেখানে মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
কেরলে বর্ষা এগিয়ে আসায় সবার মনেই প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি বাংলাতেও এবার বর্ষা ঢুকতে চলেছে সময়ের আগেই। সাধারণভাবে বাংলায় বর্ষা আগমনের সময় হল ১১ জুন। আর দক্ষিণবঙ্গের আগে উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়।