আজ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল-এর প্লে অফের খেলা (IPL Play Off Matches 2022)। সেখানে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে দর্শকদের। বৃষ্টি হলে ম্যাচ শেষে কীভাবেই বা বাড়ি ফিরবেন, তা নিয়েও রয়েছে চিন্তা।
যদিও আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে আপাতত ৩-৪ ঘণ্টার মধ্যে কলকাতায় (Kolkata) বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
মূলত ঝাড়খন্ডে মেঘ তৈরি না হওয়ার কারণেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন - 'দল পাশে আছে,' মেখলিগঞ্জে কর্মীদের সঙ্গে খোশ মেজাজে পরেশ
তবে পূর্ব ভারতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে কিছুটা আর্দ্রতা ঢুকছে। ফলে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
এরমধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং দক্ষিণবঙ্গের বাকি অংশে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন - IBPS-এ ৪৫ হাজার টাকা মাইনের চাকরির সুযোগ, আবেদনে শেষ দিন ৩১মে
২ দিন পর থেকে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি কমবে। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।