scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal By- Election : কড়া নিরাপত্তার মধ্যে ৩ আসনে ভোট, রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 1/8

রাজ্যে ৩ আসনে আসন্ন বিধানসভা ভোট ও উপ-নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মতো ৩ আসনে ভোটের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। 

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 2/8

কমিশন সূত্রে জানা গিয়েছে, ৩ আসনে মোট ৫২ কোম্পানি মোতায়েন করা হবে। তারই মধ্যে এরিয়া ডোমিনেশনের জন্য আপাতত ১৫ কোম্পানি বাহিনী এসেছে।

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 3/8

 আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট। সূত্রের খবর, ভোট নিরাপত্তার জন্য মোতায়েন করা ওই ১৫ কোম্পানি বাহিনীর মধ্যে CRPF-এর ৭ কোম্পানি, BSF-র ৪ কোম্পানি, SSB-র ২ কোম্পানি এবং CISF ও ITBP-র ১ কোম্পানি করে বাহিনী রয়েছে। 

Advertisement
রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 4/8

ভোট হতে এখনও  দিন ১৫ বাকি। নামে উপ-নির্বাচন হলেও ভবানীপুর কেন্দ্রে উপ-নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এতটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 5/8

তাঁকে চ্যালেঞ্জ জানাতে BJP ময়দানে নামিয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। আর বামেদের বাজি শ্রীজীব বিশ্বাস। 
 

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 6/8

মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। প্রচারও চলছে জোর কদমে। মনোনয়ন পর্ব শেষ করে প্রচারে নেমেছেন বিরোধী প্রার্থীরাও। এরই মধ্যে ভোটে নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানাল কমিশন।

রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 7/8

 প্রসঙ্গত, সোমবার শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভবানীপুরে ভালোভাবে ভোট হলে জিতবে BJP-ই।
 

Advertisement
রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
  • 8/8

যদিও BJP-র এই দাবি নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। 

Advertisement