গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির কেন্দ্রে জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।
গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বে কলকাতার পোর্ট ট্রাস্টের গেস্ট হাউসে বৈঠকে বসেছিলেন বিজেপির বিক্ষুব্ধ নেতারা ৷ সেই বৈঠকের পর রবিবার মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর জরুরি বৈঠক করেন। আর সোমবার তাকে পাওয়া গেল পিকনিকের মুডে।
কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের উপস্থিতিতে রাজ্য বিজেপির বেসুরো (বিক্ষুব্ধ) -দের নিয়ে সোমবার দুপুরে পিকনিক হল বনগাঁর গোপালনগরের রঘুনাথপুরে।
রাঁধুনি জানান পিকনিকের মেনুতে থাকছে সাদা ভাত, ভেজ ডাল, মাছের কালিয়া, চিকেন কষা, স্যালাড, পাপড়, চাটনি, মিষ্টি।
পিকনিকে যোগ দিতে দেখা যায় গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিষ বিশ্বাসকে।
সুব্রত ঠাকুর জানান 'সবাইকে নিয়ে একটা গেট টুগেদার, কথা বলা, মত বিনিময় করা, পিকনিকের আয়োজন করা হয়েছে। বিজেপির সমস্ত কার্যকর্তা ও দলীয় কর্মীরা আসছেন। যারা চেয়ে ছিলেন যে একটা খোলামেলা জায়গায় হোক, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। যাইহোক এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।'