scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update: ফের স্বাভাবিকের নীচে পারদ, শীত আর কতদিন?

 Bengal Weather Update
  • 1/10


পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটতেই ফের স্বমহিমায় ফিরেছে শীত। সপ্তাহের প্রথম দিনেই শীতের জোরালো  অনুভূতি পেয়েছে রাজ্যবাসী।
 

 Bengal Weather Update
  • 2/10

 স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সকালে কলকতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। য স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। 

 Bengal Weather Update
  • 3/10


এই পরিস্থিতিতে হাওয়া অফিস বলছে, আগামী চার দিন অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
 

Advertisement
 Bengal Weather Update
  • 4/10

২১ তারিখ উপকূলের কাছাকাছি জেলা অর্থাৎ  দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

 Bengal Weather Update
  • 5/10

২০ তারিখ পর্যন্ত রাতের তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই, তবে কুড়ি তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে অর্থাৎ ঠান্ডা একটু কমবে।
 

 Bengal Weather Update
  • 6/10

কলকাতা ক্ষেত্রেও রাতের তাপমাত্রা ২০  তারিখের পর থেকে বাড়বে।

 Bengal Weather Update
  • 7/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮  ঘন্টায় শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৯ তারিখে দার্জিলিংও কালিম্পং জেলায়  হালকা বৃষ্টি হবে। 

Advertisement
 Bengal Weather Update
  • 8/10

২০  তারিখে উত্তরের যে পাঁচটি জেলা রয়েছে অর্থাৎ- দার্জিলিং,কালিম্পং,কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২১ তারিখে উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

 Bengal Weather Update
  • 9/10

 উত্তরবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে কোনো পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা বাড়বে।
 

 Bengal Weather Update
  • 10/10

অর্থাৎ দুই বঙ্গেই  সপ্তাহের শেষ দিকে ফের বাড়তে পারে তাপমাত্রা। ঝঞ্ঝার হাত ধরে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
 

Advertisement