একুশের ভোটের পর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিত্যনৈমিত্রিক ঘটনা হয়ে গিয়েছে। জুলাইয়ের প্রথম রবিবারও সেই ধারা অব্যাহত থাকল। ফের শক্তিক্ষয় হল গেরুয়া শিবিরের । পাত্রসায়রের কুশদ্বীপ গ্রাম পঞ্চায়েত এলাকার ৫২০ টি পরিবারের ১৫০০ জন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি ঘাসফুল শিবিরের।
বিজেপি ছেড়ে আসা মানুষদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা-সহ অন্যান্যরা।
একই সঙ্গে এদিন দলে যোগদানকারী মহিলাদের নিজের হাতে মিষ্টিও খাইয়ে দেন তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা।
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র ও ইন্দাস বিধানসভা এলাকার মধ্যে পড়ে এই পাত্রসায়র এলাকা। লোকসভা ও বিধানসভা কেন্দ্র দুটোই বিজেপির দখলে। তারপরেও নিজেদের কর্মী সমর্থকদের ধরে রাখতে ব্যর্থ পদ্ম শিবির ।
বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ডক্টর শ্যামল সাঁতরা বলেন "আজ কুশদ্বীপ অঞ্চলে ৫২০ টি পরিবার বিজেপির দলীয় পতাকা ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল।"
এদিন তিনি কটাক্ষ করে বিজেপির হেভিওয়েট নেতৃত্বকে বলেন, "ভোটের আগে যে সমস্ত বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছিল বাংলার বুকে ভোটের পরে তাদের আর দেখতে পাওয়া যাচ্ছে না"