Advertisement
পশ্চিমবঙ্গ

BengaL Corona: দৈনিক সংক্রমণ ১৩০০-র নীচে, চিন্তায় রাখছে কলকাতা-সহ ৪ জেলা

  • 1/8

শনিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৩৯১ জন। রবিবার সংখ্যাটা ১৩০০ নীচে নেমে গেল। রবিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১,২৯৭  জন।

  • 2/8

গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। শনিবার  করোনা প্রাণ কেড়েছিল ২১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২০ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৭৯৯ জন।

  • 3/8

৪ জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে  ১৮,৭৮০ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৫৭ শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

Advertisement
  • 4/8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৭৭৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৮ হাজার ৮১৫। আর বাংলায় এখনও পর্যন্ত মোটি কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৫ হাজার ৩৯৪ জন। 

  • 5/8

রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে চার জেলা। শনিবারের থেকে এদিন চার জেলাতে বেড়েছে সংক্রমণ। কলকাতা ছাড়া এই তালিকায় রয়েছে  উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং দার্জিলিং।
 

  • 6/8

রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১১ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। 
 

  • 7/8


এদিকে সমতলের পাশাপাশি চিন্তায় রাখছে  পাহাড়ও। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের, জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। রাজ্যের প্রতিটি জেলা থেকে এদিনও এসেছে করোনা সংক্রমণের খবর। পশ্চিম মেদিনীপুরে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। 

Advertisement
  • 8/8


এদিকে দেশেও ক্রমশ নিম্নমুখী করোনা গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ হাজার ২৯৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা তিন কোটি পাঁচ লাখ ৪৫ হাজার ৪৩৩। রবিবার পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৯৫৫। এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা চার লাখ দু হাজার পাঁচ জন।  বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা চার লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

Advertisement