scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Black Panther in Buxa Tiger Reserve : বক্সা দাপিয়ে বেড়াচ্ছে ব্ল্যাক প্যান্থার, ধরা পড়ল ক্যামেরায়

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk nine
  • 1/9

Black Panther in Buxa Tiger Reserve: দ্য জঙ্গল বুকের মোগলির দেখা না মিললেও বক্সার জঙ্গলে এখনও দাপিয়ে বেড়াচ্ছে বাঘিরা! এক সঙ্গে দুই বাঘিরার সন্ধান পেয়ে খুশিতে ডগমগ বক্সা বন দপ্তরের কর্তারা। গত দুই বছরে পাঁচবার তাঁর দেখা মিলেছে। বলা হচ্ছে দ্য জাংগল বুক (The Jungle Book)-এর বাঘিরা (Bagheera)অর্থাৎ ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-এর কথা। সম্প্রতি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর কোর জঙ্গলে বন দপ্তরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় দুই স্থানে ধরা পড়েছে দু'টি ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-এর ছবি। আর এতেই ফের একবার উল্লসিত বক্সা (Buxa Tiger Reserve)-র বাঘ-বনের কর্তারা।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk eight
  • 2/9

বন দপ্তরের দাবি, ২০১৯ সাল থেকে ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত মোট পাঁচ বার বিরল প্রজাতির এই ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-এর দেখা মিলেছে।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk one
  • 3/9

২০১৯ সালের বেশ কয়েক বছর আগে বক্সা (Buxa Tiger Reserve)-র জঙ্গলে প্রথমবার ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-এরর দেখা মেলে। তারপর থেকেই বক্সার জঙ্গলে বেশ কয়েকবার এই প্রাণীটির উপস্থিতি টের পেয়েছে বন দপ্তর।

Advertisement
Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk two
  • 4/9

২০১৯ সালে জয়ন্তীর জোড়া পাহাড়ের কাছে একদল পর্যটক জঙ্গল সাফারি করার সময় ব্ল্যাক প্যান্থারের দর্শন পায়। জঙ্গল সাফারির সেই গাড়িতে পর্যটকদের সঙ্গে থাকা ট্যুর গাইড লেখু মাহাতো ব্ল্যাক প্য়ান্থারের সেই ছবি তার মোবাইলের ক্যামেরা বন্দি করেন।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk three
  • 5/9

সে সময় পর্যটকরা একসঙ্গে দু'টি ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-কে চাক্ষুষ করে পাহাড়ের ঢাল বেয়ে দু'টি মিশ কালো প্রাণী দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে। গাইড লেখু মাহাতো সেই সময় ওই প্রাণী দু'টির ছবি তুলে নেয়। এরপর রাজ্য বন দপ্তরের অন্দরে হুলস্থুল পড়ে যায়।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk four
  • 6/9

২০১৯ সালের দীর্ঘ কয়েক বছর পর ফের বক্সা (Buxa Tiger Reserve)-য় ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)-এর দেখা মেলায় বক্সার জঙ্গলে ব্ল্যাক প্য়ান্থারের অস্তিত্ব নিয়ে নিশ্চিত হয় বক্সা বন দপ্তর।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk five
  • 7/9

তবে ২০১৯ পর বেশ কয়েকবার জঙ্গলে টহলদারি করার সময় বনকর্মীদের চোখে এই প্রাণীটি নজরে এলেও তার ছবি তুলতে সমর্থ হয়নি বনকর্তারা। ২০১৯ সালের পর ফের বন দপ্তরের পাতা ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বিরল এই প্রাণীর ছবি।

Advertisement
Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk six
  • 8/9

বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া জানিয়েছেন, বক্সায় জীববৈচিত্র্যের মূল্যায়ন একটি ধারাবাহিক ঘটনা। এর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়। এ রকম একটি ট্রাপ ক্যামেরায় এই বিরল ছবিগুলি পাওয়া গেছে। এর আগেও বক্সা থেকে ব্ল্যাক প্যান্থার ধরা পড়েছিল।

Black Panther in Buxa Tiger Reserve reminds Bagheera and Mowgli of Jungle Book abk seven
  • 9/9

বুদ্ধরাজ শেওয়া বলেন, ব্ল্যাক প্যান্থার হল একটি সাধারণ চিতাবাঘ (প্যানথেরা পারডাস) যা মেলানিস্টিক প্রজাতির। কিন্তু কালো রঙের কারণে এরা বিরল এবং বনে দেখা কঠিন। প্রাণীর সুরক্ষার জন্য আমরা এর  সঠিক অবস্থান বলছি না। তবে এটি বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)-এর কোর এলাকায় এর ছবি তোলা হয়েছে। এটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ ব্ল্যাক প্য়ান্থার (Black Panther)।

Advertisement