গত শনিবার সন্ত্রাস হামলায় মনিপুরে প্রাণ হারিয়েছেন সেনা কর্তা সহ মোট সাতজন জওয়ান। তার মধ্যে ছিলেন রাজ্যের মুর্শিদাবাদের বাসিন্দা শ্যামল দাস।
সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় বায়ু সেনা ছাউনিতে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে পৌঁছায় শহিদ শ্যামল দাসের শবদেহ।
এর পর রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয় শ্যামল দাসকে। বায়ুসেনার অফিসার, পানাগড় আর্মি সেনা ছাউনির পদস্থ অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন।
রবিবারই পানাগড় বায়ু সেনা ছাউনিতে শহিদের শবদেহ নিয়ে আসার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে রবিবার শবদেহ নিয়ে আসা সম্ভব হয়ে ওঠেনি।
সোমবার সকালে পানাগড় বায়ু সেনা ছাউনিতে শ্যামল দাসের শবদেহ নিয়ে আসা হলে ফুলের তোড়া দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
এরপর সেখান থেকে সকাল ১১টা ১৫ নাগাত শহিদের শবদেহ সড়ক পথে কনভয় করে মুর্শিদাবাদের উদ্যেশে রওনা দেয়।