বারুইপুরে রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার বিকেলে ঘটনা।
দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ভারতিয়া এলাকায় রয়েছে রেলের যন্ত্রাংশ তৈরির ওই কারখানা। ওই কারখানার নাম বেসকো (BESCO)।
এদিন হটাৎই সেখানে বিস্ফোরণ ঘটে। কারখানার ফার্নেসে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কারখানার ১৫ জন শ্রমিক কমবেশি জখম হন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা তদন্ত শুরু করেছে।
কারখানার কর্মচারীদের দাবি, ফার্নেসে তখন কাজ চলছিল। আচমকাই ফার্নেসের গ্যাস নির্গমনের পথ বন্ধ হয়ে গেলে বিস্ফোরণ ঘটে।
সঙ্গে সঙ্গেই কারখানার অন্যান্য শ্রমিকরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কারখানায় যাতে আগুন অন্যদিকে ছড়িয়ে না পড়ে সে কারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন তাঁরা।
সেখানকার এক কর্মী লক্ষ্মণ সাউ জানান, অনেকের মাথায় চোট লেগেছে। এমন ঘটনা আগেও দেখেছেন। রোজই তো কাজ করেন সেখানে।
সুনীল মাঝি নামে আর এক কর্মী জানান, ফার্নেসের ছাদ ভেঙে যায়। অনেকে পালাতে গিয়ে লেগেছে। দুরুতর জখম হয়েছেন ৩ জন।
বিস্ফোরণের ফলে এলাকা কেঁপে ওঠে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সে সময় সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। ভয়ে ছোটাছুটি শুরু করেন তাঁরা। আর সেই কারণেও অনেকে আহত হয়েছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী হয়েছিল, তা দেখা হচ্ছে। সেখানকার কর্মী, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।