scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: ওড়িশায় গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কতটা?

Weather Update
  • 1/8

ওড়িশায় স্থলভাগে ঢুকে পড়েছে গভীর নিম্নচাপ। তার জেরে ওড়িশায় ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি  চলবে।

Weather Update
  • 2/8

রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।

Weather Update
  • 3/8


 সোমবার ভোর রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি চলছে। সমুদ্র রয়েছে উত্তাল। আবহাওয়া দফতরের  পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে। পরবর্তী ১২ ঘণ্টায় হাওয়ার গতি কিছুটা কমলেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।

Advertisement
Weather Update
  • 4/8


হাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপ উত্তর ওড়িশায় অবস্থান করছে। উত্তর ছত্রিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে। এর প্রভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।
 

Weather Update
  • 5/8

একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণ ২৪  পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪  পরগনার সমুদ্র উপকূলে ৪০  থেকে ৫০  কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হালকা ঝড়ো হাওয়া বইবে এই দুই জেলা লাগোয়া অন্য জেলাতেও।
 

Weather Update
  • 6/8

এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার পরিস্থিতির উন্নতি হবে।

Weather Update
  • 7/8

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  ১৫ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের কোনও  জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সব জেলারই কোথাও না কোথাও বর্ষার বৃষ্টি অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

Advertisement
Weather Update
  • 8/8


আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতাতেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Advertisement