রবিবার সন্ধ্যায় গঙ্গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে হাওড়ায় ছড়াল চাঞ্চল্য। ঘটনাটি ঘটে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায়।
জানা গিয়েছে, ওই সময় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ডিউটিতে ছিলেন সিভিল ডিফেন্সের কয়েকজন কর্মী। তাঁরা প্রতিদিনের মতোই ঘাট এলাকায় নজরদারি করছিলেন।
সেই সময় একটি লঞ্চে থাকা যাত্রীরা সিভিল ডিফেন্স কর্মীদের কাছে এসে জানান, গঙ্গার জলে কিছু একটা ভাসছে, সম্ভবত এক ব্যক্তির মৃতদেহ।
খবর পেয়ে তড়িঘড়ি একটি স্পিডবোট নিয়ে রওনা দেন সিভিল ডিফেন্সের কর্মীরা। কয়েক মিনিট পর দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি পৌঁছে তাঁরা মৃতদেহটিকে দেখতে পান।
জল থেকে মৃতদেহটি তোলা হয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃতের পরিচয় জানা যায়নি।
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। অনেকে ভিড় জমান ঘাটে। যদিও পুলিশ ও সিভিল ডিফেন্সের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের পরিচয় জানতে বিভিন্ন ঘাট ও থানায় নিখোঁজ সংক্রান্ত খোঁজখবর নেওয়া হচ্ছে। স্থানীয়দের সঙ্গেও কথা বলা হয়েছে।
গঙ্গায় ঠিক কীভাবে ওই ব্যক্তির দেহ এল, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কিছু, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। হাওড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।