scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Covid-19 Resrictions: নয়া কোভিডবিধি, সোমবার থেকে কী কী বন্ধ রাজ্যে? জেনে নিন

Covid-19 Resrictions
  • 1/11

গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। করোনা গ্রাফ নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। সংক্রমণ বৃদ্ধির হার রীতিমত ভয় ধরাচ্ছে। এই আবহে করোনা মোকাবিলায় কড়া বিধিনিষেধের পথেই হাঁটলো রাজ্য সরকার। 

Covid-19 Resrictions
  • 2/11

শনিবারই জানা গিয়েছিল রাজ্য সরকারের  ‘দুয়ারে সরকার’ কর্মসূচি আপাতত বন্ধ রাখা হচ্ছি। ১ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত পিছিয়ে দেওয়া হল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। 
 

Covid-19 Resrictions
  • 3/11

আপাতত বন্ধ ব্রিটেনের উড়ান

করোনা পরিস্থিতি নিয়ে রবিবার  নবান্নে সাংবাদিক বৈঠক করেন  মুখ্যসচিব। সেখানেই জানিয়ে দেওয়া হয়, ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে কাল থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের RTPCR টেস্ট বাধ্যতামূলক। মুম্বই ও দিল্লি থেকে সপ্তাহে দু’টির বেশি উড়ান নয়।

Advertisement
Covid-19 Resrictions
  • 4/11

ফের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ
সোমবার থেকে রাজ্যের সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে।

Covid-19 Resrictions
  • 5/11

 লোকাল ট্রেন চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে 
আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন পরিষেবা। সন্ধে ৭টার পর বন্ধ হয়ে যাবে সমস্ত লোকাল। তবে দূরপাল্লার কোনও ট্রেন আপাতত বন্ধ হচ্ছে না
 

Covid-19 Resrictions
  • 6/11

মেট্রোতে ৫০ শতাংশ যাত্রী
৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরো সময় চলবে মেট্রো

Covid-19 Resrictions
  • 7/11

অফিসে ৫০ শতাংশ হাজিরা
সমস্ত সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সেই নিয়ম মানতে হবে। অর্থাৎ সমস্ত সরকারি-বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করবে। 
 

Advertisement
Covid-19 Resrictions
  • 8/11

বন্ধ হচ্ছে জিম-বিউটিপার্লার
সুইমিং পুল, স্পা, জিম, বিউটিপার্লার, সেলুন সোমবার থেকে বন্ধ হচ্ছে।  বন্ধ থাকবে চিড়িয়াখানা সহ সব পর্যটক কেন্দ্রও।
 

Covid-19 Resrictions
  • 9/11

শপিং মল-সিনেমা হল ও বারে নতুন নিয়ম
শপিং মলে ৫০ শতাংশ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। রাত দশটার পর বন্ধ সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে চালু থাকবে সিনেমা, থিয়েটার। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চলবে রেস্তোরাঁ-বার।

Covid-19 Resrictions
  • 10/11

সামাজিক অনুষ্ঠান নিয়ে কড়াকড়ি
বিয়ে-সহ সমস্ত রকম সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি লোক থাকতে পারবে না। ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। 
 

Covid-19 Resrictions
  • 11/11

রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে
মুখ্যসচিব  জানিয়েছেন, পাঁচজনের বেশি করোনা আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে। কলকাতায় ইতিমধ্যে ১১টি জায়গা চিহ্নিত করা হয়েছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ জারি থাকবে। 

Advertisement