ঘূর্ণিঝড় মোকা কি আছড়ে পড়বে স্থলভাগে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে, বঙ্গবাসীর মাথায়। আগাম সতর্কতা অবলম্বন করছে ওড়িশা সরকার। কিন্তু জানেন কি মোকা নামের অর্থ কী? কিংবা কীভাবে হল এই নামকরণ?
এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। ওই দেশের বন্দর শহরের নাম 'মোকা'। আর সেখান থেকেই এই নাম এসেছে। ইয়েমেনের রাজধানীর প্রধান বন্দর ছিল এই মোকা। সেখানেই কফি মোকা-র চাষ হত।
এই বন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইয়েমেনের কফি রফতানি করা হয়। তাই কফি বিলাসীদের কাছে এই নাম অত্যন্ত জনপ্রিয়। অর্থাৎ মোকার আক্ষরিক কোনও অর্থ নেই। কিন্তু, এর সঙ্গে কফির গুরুত্বপূর্ণ যোগ রয়েছে।
বঙ্গোপসাগর এবং আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়ের নামকরণের ক্ষেত্রে ১৩টি দেশের সুপারিশ লাগে। ২০০০ সালে সিদ্ধান্ত নেওয়া হয়, বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) বা ESCAP-র দেশগুলি মিলে ঘূর্ণিঝড়ের নাম সম্পর্কিত সিদ্ধান্ত নেবে। এই দেশগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
WMO/ESCAP-র 'প্যানেল অন ট্রপিকল সাইক্লোন'-এর কাছে নামের তালিকা উপস্থাপিত করা হয়। ২০১৮ সালে ইরান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীকেও WMO/ESCAP-তে অন্তর্ভুক্ত করা হয়।