scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

Tiger Hill Darjeeling: টাইগার হিল দর্শন 'কঠিন', একগুচ্ছ নয়া নির্দেশিকা, রইল

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 1/10

Tiger Hill Darjeeling: দার্জিলিং ঘোরার অন্যতম আকর্ষণ হল টাইগার হিল। টয়ট্রেনে চেপে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া আর ভোরে উঠে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা চাইই চাই। নাহলে ঘোরার আকর্ষণ ফিকে হতে বাধ্য।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 2/10

তবে এবার থেকে টাইগার হিল ঘুরতে যাওয়ার আগে কিছু নির্দেশিকা মেনে চলতে হবে। পর্যটক ও পর্যটকদের নিয়ে যাঁরা যাতায়াত করেন টাইগার হিলে তাঁদের জন্য সাতটি নয়া নির্দেশিকা জারি করেছে প্রশাসন। ঘুরতে যাওয়ার আগে জেনে রাখুন...

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 3/10

১. বুধবার থেকেই প্রশাসনের তরফ থেকে যে টাইগার হিলে যাওয়ার পারমিট দেওয়া হবে তা দিনপিছু ৫০টি করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আগে আবেদন করলে আগে পাবেন ভিত্তিতে এই পারমিট দেওয়া হবে। 

Advertisement
টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 4/10

২. টাইগার হিলে যেতে হলে আপনাকে ট্যাক্সি নম্বরের গাড়িতেই যেতে হবে। অর্থাৎ আপনি নিজের গাড়ি ছুটিয়ে সেখানে পৌঁছতে পারবেন না। নিজের গাড়ি নিয়ে গেলে সেখানে পার্কিংয়ে গাড়ি রেখে অন্য গাড়ি নিতে হবে।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 5/10

৩. আবার ট্যাক্সি নম্বরের ক্ষেত্রে শিলিগুড়ি, দার্জিলিং এবং সিকিম নম্বরের গাড়িকে অগ্রাধিকার দেওয়া হবে। কলকাতা থেকে বা অন্য কোনও জেলা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে এলে পাবেন না তা নয়। তবে নির্দিষ্ট দিনে যদি ৫০ টি দলের কোটা ভর্তি না হয়ে থাকে তাহলেই পাবেন। অন্যথায় আপনাদের সুযোগ মিলবে না।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 6/10

৪. গাড়ির কাগজে গরমিল বা সমস্যা থাকলে সেই গাড়িকে আটকে দেওয়া হবে। তাই পর্যটকরাও নিশ্চিত হয়ে নেবেন যে গাড়িটি ভাড়া করেছেন সেটির কাগজ ঠিক রয়েছে কি না, অন্যথায় ভোগান্তিতে পড়তে হতে পারে।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 7/10

৫. আবার যে গাড়িগুলি টাইগার হিলে যাবে, তাদের গাড়ির কাগজপত্র চেক করা হবে চেকিং পয়েন্টে। তারপর আর যেতে দেওয়া হবে না কাগজে  সমস্য়া থাকলে।

Advertisement
টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 8/10

৬. চালকের গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। আবার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলেও আর এগোতে দেওয়া হবে না।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 9/10

৭. যে সমস্ত গাড়িগুলি টাইগার হিল যাওয়ার জন্য টোকেন সংগ্রহ করবে, সেগুলি কোনও কারণে সংশ্লিষ্ট তারিখে যদি না যায়, তাহলে সেই গাড়িগুলিকে ব্ল্য়াকলিস্ট করা হবে প্রশাসন থেকে। টোকেন দেওয়া হবে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

টাইগার হিল নিয়ে প্রশাসনের নয়া নির্দেশিকা
  • 10/10

কোনও রকম দুর্ঘটনা এড়াতে এবং প্রাকৃতিক পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে সে কারণে এই বিধিনিষেধ লাগুল করা হচ্ছে। পাশাপাশি টাইগার হিলে পর্যটকদের নির্বিঘ্নে কাঞ্চনজঙ্ঘা দর্শন এবং অতিরিক্ত ভিড় এড়াতে এই বন্দোবস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে।

Advertisement