scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Calcutta Cyclone প্রাণ কেড়েছিল ৬০ হাজার মানুষের! জানুন সেই ভয়াবহ ইতিহাস

সাইক্লোন
  • 1/7

গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কথা সবার মনে আছে। তবে আম্ফানের থেকেও ভয়াবহ ঘুর্ণিঝড় হয়েছিল কলকাতায়। তার নাম ক্যালকাটা সাইক্লোন। 

সাইক্লোন
  • 2/7

শোনা যায়, ১৭৩৭ সালের সালের সেই সাইক্লোনের নাম ক্যালকাটা সাইক্লোন। গঙ্গার আশপাশে নাকি কয়েক হাজার জাহাজ সেই সাইক্লোনে ধ্বংস হয়েছিল। মারা গিয়েছিল প্রায় ৩ হাজার মানুষ। 

সাইক্লোন
  • 3/7

তবে অনেকের মতে, সেই সাইক্লোনে প্রাণ হারিয়েছিল আরও অনেক মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হতে নাকি কয়েক বছর সময় লেগেছিল।

Advertisement
সাইক্লোন
  • 4/7

এর থেকেও ভয়াবহ সাইক্লোন হয় ১৮৬৪ সালে। এটিও ইতিহাসে ক্যালকাটা সাইক্লোন নামেই পরিচিত। শোনা যায়, এই ঘূর্ণিঝড় প্রাণ কেড়েছিল প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষের।

সাইক্লোন
  • 5/7

তারপরও একাধিক সাইক্লোন বয়ে গিয়েছে রাজ্যের উপর দিয়ে। যেমন, আয়লা, বুলবুল, ফণী। প্রতিটিতেই ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গিয়েছেন অনেক মানুষ। ভেঙে পড়েছে বাড়ি, গাছ। ক্ষয়ক্ষতিও হয়েছে। 

সাইক্লোন
  • 6/7

সাম্প্রতিক অতীতে বাংলার উপর দিয়ে বয়ে যাওয়া সবথেকে বড় ঘূর্ণিঝড় হল আম্ফান। সরকারি হিসেবে, আম্ফান প্রাণ কেড়েছিল ১২৮ জনের। ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। ওড়িশা ও বাংলাদেশে ক্ষতি হলেও সবথেকে বেশি ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে। 

সাইক্লোন
  • 7/7

আগের বারের আম্ফানের ক্ষত শুকোতে না শুকোতেই ফের হাজির Yaas। আবহাওয়াবিদরা বলছেন, এই ঘূর্ণিঝড়ও বেশ শক্তিশালী আকার ধারণ করবে। যা নিয়ে আগাম সতর্কতা নিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার। 

Advertisement