Advertisement
পশ্চিমবঙ্গ

Dilip Ghosh Marriage: একুশে প্রথম দেখা, পঁচিশে শুভদৃষ্টি, জানুন দিলীপের প্রণয়বৃত্তান্ত

  • 1/10

দিলীপ ঘোষের বিয়ে। বৃহস্পতিবার বিকালে খবরটা ছড়াতে শুরু করে। নামে শুভেচ্ছা ঢল। সন্ধ্যা থেকেই ট্রেনে-বাসে, চায়ের দোকানে এটাই হয়ে ওঠে আলোচনার মূল বিষয়। 

  • 2/10

শনিবার প্রায় সব খবরের কাগজেরই প্রথম পাতায় ছিল দিলীপ ঘোষের বিয়ে খবর। পাত্রী রিঙ্কু মজুমদার। তিনিও বিজেপি মহিলা মোর্চার নেত্রী। 

  • 3/10

খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং দিলীপ ঘোষ। 

Advertisement
  • 4/10

রিঙ্কু মজুমদার জানিয়েছেন, রাজনৈতিক মতাদর্শ তো বটেই, অন্য বিভিন্ন দিক থেকেও তাঁদের পছন্দ-অপছন্দের মিল আছে।

  • 5/10

সূত্রের খবর, ২০২১ সালে প্রাতঃভ্রমণেই দিলীপের সঙ্গে আলাপ রিঙ্কুর। পরে তিনিই দিলীপ ঘোষকে প্রস্তাব দেন বলে জানান। বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে রিঙ্কু জানিয়েছেন, দিলীপ ঘোষকে বরাবরই রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তিনি পছন্দ করতেন। লোকসভা নির্বাচনে দলের কিছুটা খারাপ ফলের সময়ে তাঁর মনে হয়েছিল দিলীপ ঘোষের পাশে থাকার ও সমর্থন করার কথা। 

  • 6/10

রিঙ্কু বলেন, 'আমি প্রশ্ন করেছিলাম, আপনি বিয়ে করবেন না স্যর?'... কিছুদিন পর ফের দিলীপ ঘোষকে এই প্রশ্ন করেন। তাঁর পাশে থাকবেন বলে প্রস্তাব দেন এর পরে। রিঙ্কু জানিয়েছেন. 'এরপর একদিন ওঁকে স্বপ্নে দেখলাম। বিষয়টা তাঁকে জানালাম।'

কিছুদিন ভাবনা চিন্তার পর দিলীপ রাজি হন বলে জানিয়েছেন রিঙ্কু। তবে বিয়ের সিদ্ধান্তটা খুব বেশি দিনের নয়। হঠাতই নেওয়া হয়েছে। 
 

  • 7/10

শুক্রবার সকালেই দিলীপ ঘোষের রাজারহাটের বাসভবনে যান সুকান্ত মজুমদার, লকেট-সহ হাই-প্রোফাইল বিজেপি নেতারা। সকলে তাঁকে উপহার, শুভেচ্ছা-বার্তায় ভরিয়ে দেন। প্রতি-উপহার দেন দিলীপও। 

Advertisement
  • 8/10

দিলীপ ঘোষের মা-ও ছেলের বিয়েতে খুশি। অতিথিদের সঙ্গে আলাপচারিতা করতে দেখা যায় তাঁকে। 

  • 9/10

শুক্রবার সন্ধ্যায় দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদারের বিয়ে। সূত্রের খবর, অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে বেশি আড়ম্বর মোটেও পছন্দ নয় দিলীপ ঘোষের। তাই দুই পরিবারের খুব ঘনিষ্ঠরাই এদিন থাকছেন। আয়োজনও সীমিত। 

  • 10/10

উল্লেখ্য, ইতিমধ্য়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

Advertisement