scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Durga Puja 2021 : COVID কাঁটা! এবারও মুম্বই-দিল্লির পুজোর বায়না নিতে পারছেন না নদিয়ার ঢাকিরা

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk করোনা
  • 1/21

পুজো আসতে আর বেশি দিন নেই। তার মধ্যে দুশ্চিন্তা গ্রাস করছে ওঁদের।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk করোনাভাইরাস
  • 2/21

প্রায় দুই বছর তাঁরা তেমন কোথাও যেতে পারিনি। বাড়িতে সংসারের হাল ভাল নয়। 

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk কোভিড
  • 3/21

অভাব-অনটন লেগে রয়েছে। তবে এর মাঝেই ঘুরে দাঁড়াতে চাইছেন ওঁরা। 

Advertisement
Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk ঢাকি
  • 4/21

বাড়ি বসে অন্য কাজ ধরেছেন অনেকে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk ঢাক
  • 5/21

অনেকে আবার জনমজুরি কাজ করে পেটের খিদে মিটিয়েছেন।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk ঢাক বাজানো
  • 6/21

অতীতের কথা বলতেই তাদের চোখ চিকচিক করে ওঠে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk করোনাভাইরাস
  • 7/21

কী না সময় ছিল সে সব। যেন সোনাঝরা দিন।

Advertisement
Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk দুর্গাপুজো
  • 8/21

মুম্বই, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, হায়দরাবাদ হোক বা কলকাতা কোনও জায়গায় বাদ নেই। 

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk শারদীয়া
  • 9/21

চিত্রতারকর বাড়ি হোক কিংবা গায়কের বাড়ি তাঁরা প্রত্যেক বছর দুর্গাপুজোতে ঢাক বাজাতে যেতেন। 

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk শারদোৎসব
  • 10/21

ভালই উপার্জন হত। সে রানি মুখার্জি থেকে কাজল, অভিজিৎ থেকে বাবুল সুপ্রিয়- সবার বাড়িতে ঢাক বাজালেও করোনা পরিস্থিতিতে তাঁদের অবস্থা বেসামাল।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk one
  • 11/21

তার থেকেও বড় কথা কত মানুষের সঙ্গে দেখা হত, কথা হত। সবাই তাঁদের কদর বুঝতেন। তাঁদের বাজনার তারিফ করতেন। বাদ গিয়েছে সে সব।

Advertisement
Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk two
  • 12/21

স্থানীয় কিংবা শেষ মুহূর্তে অন্তত কাছে পিঠে ঢাকের বায়না হয় কিনা সেই দিকে তাকিয়ে আছেন।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk three
  • 13/21

বর্তমানে লোকের হাতে যেমন টাকা নেই তেমনই প্রায় সমস্ত পুজোগুলি ছোট করে নিয়ম রক্ষা করতে পুজো করছে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk three
  • 14/21

নেই তেমন আড়ম্বর। ফলে ঢাকিদের পারিশ্রমিক কমেছে। আবার অনেকে পুজো কমিটি ঢাকির সংখ্যায় কমিয়েছে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk four
  • 15/21

ফলে জর্জরিত অবস্থায় নদিয়ার রানাঘাট এবং তার পার্শ্ববর্তী ঢাকিদের অবস্থা।

Advertisement
Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk five
  • 16/21

করোনা গত দেড় বছরে তছনছ করে দিয়েছে সব। শিক্ষা থেকে ব্যবসা- সব যেন থেমে গিয়েছে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk six
  • 17/21

উৎসব এলেও মানুষের চিন্তার শেষ নেই। তবে এর মাঝেও বাংলা ঘুরে দাঁড়াতে চাইছে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk seven
  • 18/21

ছোট করে হলেও আয়োজন করা হচ্ছে পুজোর। করোনা বিধি মেনেই সব হবে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk eight
  • 19/21

তবে করোনাকে কোনও ভাবেই জিততে দেওয়া যায় না। সেই আশায় বুক বেঁধেছে বাংলা।

Advertisement
Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk nine
  • 20/21

সব স্বাভাবিক হবেই। সব আগের মতো হয়ে যাবে।

Durga Puja 2021 Nadia Ranaghat situation of Dhakis abk ten
  • 21/21

তারপর আবার ঢাক দিয়ে ভিন রাজ্যে পাড়ি দেবে বাংলার ঢাকিরা। এখন একটু অপেক্ষা। 

Advertisement