পুজোয় (Durga Puja 2022) বৃষ্টির সম্ভাবনা থাকছে, সে কথা স্পষ্টভাবেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
বুধবার হাওয়া অফিস জানায়, আজ, আগামিকাল ও আগামী পড়শু এবং ১ অক্টোবর প্রায় দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
ওইদিন তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে ১ তারিখ সন্ধ্যে থেকে ৫ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি।
শুধুমাত্র ২ তারিখ উপকূলবর্তী জেলাগুলি যেমন, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোথায় কোথাও হতে পারে ভারী বৃষ্টি।
আরও পড়ুন - ছবিতে রয়েছে একটি ভুল, বলতে পারবেন? অনেকেই ফেল করেছেন
অন্যদিকে উত্তরবঙ্গে ১ তারিখ পর্যন্ত আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য বিষয় না থাকলেও ২ তারিখ হতে পারে হালকা বৃষ্টি।