scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

অশোকনগরে নতুন বাড়ি করতে তোলাবাজি, টাকা না পেয়ে ৪৭টি গাছে কোপ

24 parganas
  • 1/9

নতুন বাড়ি তৈরি করতে হলে স্থানীয় ক্লাবকে মোটা অঙ্কের  টাকা দিতে হবে। আর সেই দাবি পূরন না হওয়ায় মাশুল গুনতে হলো ৪৭টি গাছকে।

24 parganas
  • 2/9

অশোকনগর এলাকায়  রাতের অন্ধকারে ৪৭ টি গাছ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ । 
 

24 parganas
  • 3/9

সেইসঙ্গে মারধরের হুমকি সরকারি চিকিৎসককে।

Advertisement
24 parganas
  • 4/9

পুরো ঘটনায় অভিযোগের তির  ক্লাব সদস্যদের বিরুদ্ধে। 

24 parganas
  • 5/9

অশোকনগর  থানা এবং বনদফতরে অভিযোগ দায়ের চিকিৎসকের। এই ঘটনার জেরে  আতঙ্কিত তিনি।

24 parganas
  • 6/9

অশোকনগর থানার রাজীবপুর গ্রামের চড়কপাড়া এলাকায় এমন ঘটনা শোরগোল ফেলেছে।

24 parganas
  • 7/9

উত্তর চব্বিশ পরগনার বারাসাত জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক সুমিত্রা হালদার চড়কপাড়া এলাকায় জমি কিনে একটি নতুন বাড়ি করছেন। সেই বাড়ির জন্যই স্থানীয় ক্লাবের পক্ষ থেকে মোটা টাকা দাবি করা হয় বলে অভিযোগ চিকিৎসকের।

Advertisement
24 parganas
  • 8/9

যদিও এই ঘটনায় পর প্রধান অভিযুক্ত তনু ঘোষের বাড়িতে গিয়ে তার দেখা মেলেনি। এমনকি একাধিকবার ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।  ক্লাবের অন্যান্য সদস্যদেরও কোন খোঁজ মেলেনি।

24 parganas
  • 9/9

অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশের পাশাপাশি বনদফতরের আধিকারিকরা।

Advertisement