ভোরবেলা ছাড়া সারাদিন শীতের আমেজ আর শহরে তেমন ভাবে মিলছে না। ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। আর এরমধ্যেই আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গোটা বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই মেঘলা হতে শুরু করবে আকাশ। বৃহস্পতিবার বৃষ্টি হবে মূলত পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে।
এদিন দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টে হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ।
অন্যদিকে দক্ষিণবঙ্গে শুক্রবার উত্তর ২৪ পরগনা ছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
শুক্রবার কলকাতা সহ বাকি জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে এবং খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ায় কারণেই বৃষ্টির এই ভ্রুকুটি। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ঠান্ডা ফিরে আসার কোন সম্ভাবনা নেই তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ পাকাপাকি ভাবে বিদায় নেবে শীত। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃষ্টি বিদায় নিলে রাতের তাপমাত্রাও বাড়তে থাকবে।