scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

আজ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, জানাল হাওয়া অফিস

Bengal Rain Forecast
  • 1/13

ভোরবেলা ছাড়া সারাদিন শীতের আমেজ আর শহরে তেমন ভাবে মিলছে না। ধীরে ধীরে চড়ছে তাপমাত্রার পারদ। আর এরমধ্যেই আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গোটা বাংলায়। 
 

Bengal Rain Forecast
  • 2/13

বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হচ্ছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 

Bengal Rain Forecast
  • 3/13

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকেই মেঘলা হতে শুরু করবে আকাশ। বৃহস্পতিবার বৃষ্টি হবে মূলত পশ্চিমবঙ্গের  পশ্চিমের জেলাগুলিতে।

Advertisement
Bengal Rain Forecast
  • 4/13


এদিন দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি  উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
 

Bengal Rain Forecast
  • 5/13

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং ছাড়াও উত্তরবঙ্গের  মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

Bengal Rain Forecast
  • 6/13

শুক্রবার সারা রাজ্যেই কোনও জায়গায় হাল্কা আবার কোনও জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে।
 

Bengal Rain Forecast
  • 7/13


উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টে হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। । 

Advertisement
Bengal Rain Forecast
  • 8/13

উত্তরবঙ্গে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

Bengal Rain Forecast
  • 9/13

অন্যদিকে দক্ষিণবঙ্গে  শুক্রবার উত্তর ২৪ পরগনা ছাড়াও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
 

Bengal Rain Forecast
  • 10/13

শুক্রবার  কলকাতা সহ বাকি জেলাগুলিতে আকাশ  মূলত মেঘলা থাকবে এবং খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

Bengal Rain Forecast
  • 11/13

দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিন সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।
 

Advertisement
Bengal Rain Forecast
  • 12/13

পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ায় কারণেই বৃষ্টির এই  ভ্রুকুটি। তবে উত্তরবঙ্গ  ও দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর ঠান্ডা ফিরে আসার কোন সম্ভাবনা নেই তা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ পাকাপাকি ভাবে বিদায় নেবে  শীত। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বৃষ্টি বিদায় নিলে রাতের তাপমাত্রাও বাড়তে থাকবে।

Bengal Rain Forecast
  • 13/13

এদিকে বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি বলছে হাওয়া অফিস। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম।  তবে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, পূর্বাভাস হাওয়া অফিসের। 

Advertisement