scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : কুর্নিশ! গিনেস বুকে নাম তোলার হ্যাটট্রিক শান্তিপুরের যুবকের

গিনেস
  • 1/17

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তিনটি আলাদা বিষয় নিয়ে পর পর তিন বছরে রেকর্ড গড়লেন বাংলার এক যুবক।

অনুপম সরকার
  • 2/17

তাঁর নাম অনুপম সরকার। তিনি বলেন, দেশ ও জাতির উদ্দেশ্যে এই সংরক্ষিত হোক। সরকারি তত্ত্বাবধানেই তা সংরক্ষিত হোক।

নদিয়ার
  • 3/17

নদিয়ার শান্তিপুরে গর্ব তিনি। আর শান্তিপুরের গর্বের মুকুটে আরও একটি পালক সংযোজন করলেন এক কৃতী সন্তান অনুপম সরকার।

Advertisement
শিল্পী
  • 4/17

পর পর তিনবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে শান্তিপুরকে বিশ্বের দরবারে নিয়ে এলেন তিনি। পেশায় বাচিক শিল্পী হলেও বরাবরই একটু ভিন্নধর্মী কাজে আগ্রহ অনুপমের।

ভিন্নধর্মী
  • 5/17

আর এই ভিন্নধর্মী শিল্পকে ভালবেসেই ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে পর পর তিনবার গিনেস বুকে নাম নথিভুক্ত করলেন তিনি।

পিন
  • 6/17

২০১৮ সালে স্টেপলারের পিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড়ো চেন তৈরী করেন অনুপম।

সম্প্রীতি
  • 7/17

সাম্প্রদায়িক সম্প্রীতি অর্থাৎ বিশ্বের সর্ব ধর্মের মানুষকে একসূত্রে বাঁধার বার্তা দিতেই তিনি এই চেনটি তৈরি করেন। প্রথমনবারের জন্য গিনেস বুকে নিজের জায়গা করে নেন।

Advertisement
আপেলের বীজ
  • 8/17

২০১৯ সালে দ্বিতীয়বার তিনি গিনেস বুকে নাম তোলেন আপেলের বীজ দিয়ে বিশ্বের সর্ববৃহৎ একটি মালা তৈরী করে। আপেল উপকারী ফল হলেও তার বীজ কিন্তু অত্যন্ত ক্ষতিকর।

স্বাস্থ্য
  • 9/17

তাই স্বাস্থ্য বিষয়ক সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ।

তৃতীয়বার
  • 10/17

২০২০ সালেও অনুপম তৃতীয়বারের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলেন।

শহিদ
  • 11/17

তিনি ২ লক্ষ ২৭ হাজার ২৯০ টি দেশলাই কাঠি দিয়ে তৈরী করেন ভারতের শহিদ জওয়ানদের স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতির একটি রেপ্লিকা বা প্রতিকৃতি।

Advertisement
পুলওয়ামা
  • 12/17

পুলওয়ামার ঘটনা তাঁকে খুব নাড়া দিয়েছিল।

সেনাকে
  • 13/17

তাই ভারতীয় সেনাকে সম্মান জানাতেই তিনি অমর জওয়ান জ্যোতির প্রতিকৃতিটি তৈরি করেন।

সীমান্তে
  • 14/17

যেহেতু সীমান্তে জওয়ানদের মৃত্যুর মূল কারণ বন্দুক বা বারুদ, তাই তিনি সেনাদের সম্মান জানাতে বারুদযুক্ত দেশলাই কাঠিকেই তাঁর শিল্পের মাধ্যম হিসেবে বেছে নেন। 

আটকে
  • 15/17

২০২০ সালে মনোনীত হলেও তার রেকর্ডের শংসাপত্রটি করোনা আর লকডাউনের কারণে ১১ মাস আটকে ছিল। গত ১২ জুলাই এই শংসাপত্রটি তার হাতে এসে পৌঁছয়।

Advertisement
শংসাপত্র
  • 16/17

পর পর তিনবছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের এই শংসাপত্র লাভ করায় বলাই যায় তিনি হ্যাটট্রিক করেছেন।

সংরক্ষিত
  • 17/17

ভবিষ্যতে তার একমাত্র ইচ্ছা, দেশের স্বার্থেই তাঁর তৈরি জিনিসগুলি সংরক্ষিত হোক সরকারি তত্ত্বাবধানে।

Advertisement