Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS: শান্তিপুরে গৃহস্থবাড়ির কুয়োতে বিষাক্ত কালাচ সাপ!

কালাচ সাপ উদ্ধার
  • 1/7

মাত্র কয়েকঘণ্টার ব্যবধানেই নদিয়া (Nadia) থেকে ফের উদ্ধার বিরাট আকৃতির কালাচ সাপ। রবিবার রাত এগারোটা নাগাদ আরও একটি কালাচ সাপ উদ্ধার হয়েছিল জেলার বেলঘড়িয়া মাঠ পাড়া অঞ্চলের এক গৃহস্থ বাড়ির বিছানা থেকে। 

কালাচ সাপ উদ্ধার
  • 2/7

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোমবার সকাল দশটা নাগাদ শান্তিপুর (Santipur) শহরের অন্তর্গত রামনগর চর এলাকায় এক গৃহস্থ বাড়ির কুয়ো থেকে উদ্ধার হল আরও একটি বিষাক্ত কালাচ সাপ। যার জেরে পরিবার সহ গোটা এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক।

কালাচ সাপ উদ্ধার
  • 3/7

জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অজয় মণ্ডলের বাড়ির কুয়োয় এদিন জল তোলার সময় সাপটিকে দেখা যায়। সেটিকে দেখামাত্রই আতঙ্ক ছড়ায় গোটা পরিবারে।

Advertisement
কালাচ সাপ উদ্ধার
  • 4/7

এরপর মণ্ডল পরিবারের পক্ষ থেকে বন দফতরে ফোন করা হয়। কিন্তু সেখান থেকে কোনও সাড়া পাওয়া যায়নি বলেই দাবি পরিবারের সদস্যদের।

কালাচ সাপ উদ্ধার
  • 5/7

তারপর তাঁরা খবর দেন স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। এরপর ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় কুয়ো থেকে সাপটিকে উদ্ধার করেন অনুপম সাহা। 

কালাচ সাপ উদ্ধার
  • 6/7

এই বিষয়ে অনুপম সাহা জানিয়েছেন, "স্বভাবতই কালাচ সাপের নাম শুনে পরিবারের আতঙ্কের সৃষ্টি হয়েছিল, আমি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি। এটিকে বনদফতরের অধীনস্থ শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বিট অফিসের হাতে তুলে দেব।" 

কালাচ সাপ উদ্ধার
  • 7/7

অন্যদিকে মণ্ডল পরিবারের সদস্যরা জানান, সাপটিকে দেখা মাত্রই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সাপটি উদ্ধার হওয়ার পরে স্বস্তি পেয়েছেন। ওই এলাকায় আরও কালাচ সাপ রয়েছে বলে অনুমান স্থানীয়দের। 

Advertisement