স্কুল কলেজ খোলার দাবিতে এবার রাস্তায় শুয়ে বিক্ষোভ NSQF শিক্ষক-শিক্ষিকা ও ল্যাবরেটরি অ্যাটেনডেন্টদের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের (Arambagh Hooghly) নেতাজি স্কোয়ারে।
স্কুল-কলেজ বন্ধ হওয়ার প্রতিবাদে এবং তা অবিলম্বে খোলার দাবিতে সোমবার প্রায় ১ ঘণ্টা রাস্তার ওপরে শুয়ে অবরোধ-বিক্ষোভ করেন তাঁরা। যার জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় ওই রুটের যান চলাচল।
খবর পেয়ে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান আরামবাগ থানার আইসি বরুণকুমার ঘোষ। তবে অবরোধ তুলতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।
অবরোধকারীদের অভিযোগ, তাঁদের বলপূর্বক সেখান থেকে হঠিয়ে দিয়েছে পুলিশ। ঘটনার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়।