scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Winter in Bengal: সপ্তাহান্তে ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের

Winter in Bengal
  • 1/9

নয়া বছরের শুরুতে শীতের দেখা মিললেও তা যে দীর্ঘস্থায়ী হবে না তা আগেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

Winter in Bengal
  • 2/9

শীতের এই আমেজ আর  দুই দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর কারণ জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।
 

Winter in Bengal
  • 3/9

তবে  নতুন বছরের চতুর্থ দিনেও জাঁকিয়ে শীত বাংলা জুড়ে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকল ১২.৭  ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম, বলছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।  উত্তুরে হাওয়ার কারণে ঠান্ডার আমেজ থাকবে সারাদিন। 
 

Advertisement
Winter in Bengal
  • 4/9

 দিন কয়েকের মধ্যে শীতের এই আমেজ  ফিকে হওয়ার সম্ভাবনা প্রবল।কারণ, দুয়ারে কড়া নাড়ছে একটি নয়, পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা। জানা গিয়েছে,   ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি ও পরে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাধা পাবে শীত।

Winter in Bengal
  • 5/9

পরপর দুটো পশ্চিমী ঝঞ্ঝা  উত্তর-পশ্চিম ভারতের  প্রবেশ করবে তাই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বাধা পাবে, তার জন্যই তাপমাত্রা বাড়বে। হাওয়া অফিসের আশঙ্কা, ঝঞ্ঝার জোড়া ফলায় উধাও হবে শীত। 

Winter in Bengal
  • 6/9

তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী চার  দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই  পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। যে ঠান্ডা অনুভূত হচ্ছে সেটা আরও আগামী ৪৮ ঘণ্টা থাকবে।
 

Winter in Bengal
  • 7/9

৪৮ ঘণ্টা  পর থেকে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ ঠান্ডা কমবে। তাপমাত্রা বৃদ্ধি হতে পারে বাংলা জুড়েই।

Advertisement
Winter in Bengal
  • 8/9

 পশ্চিমী ঝঞ্ঝার  বাধা কাটিয়ে ফের কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, সেব্যাপারেও কোনও ইঙ্গিত দিতে পারছেন না আবহাওয়াবিদরা। বরং পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Winter in Bengal
  • 9/9

কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। কোনও কোনও জায়গায় সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকতে পারে।

Advertisement