scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

কাটমানি না দিলে মিলছে না আবাস যোজনার ঘর, মালদায় ক্ষোভ

আবাস যোজনার ঘর নিয়ে ক্ষোভ
  • 1/6

১০ হাজার টাকা কাটমানি না দেওয়াই মিলেনি সরকারি আবাস যোজনার ঘর। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই উপভোক্তা।
 

আবাস যোজনার ঘর নিয়ে ক্ষোভ
  • 2/6

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মালদার চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত তৃনমূল সদস্যা রুপসানা খাতুন। কেউ অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না দাবি ব্লক তৃণমূল নেতৃত্বের। কটাক্ষ করেছে বিজেপি। ঘটনার তদন্ত হচ্ছে জানিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক।                

আবাস যোজনার ঘর নিয়ে ক্ষোভ
  • 3/6

মালদার চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত।এই গ্রাম পঞ্চায়েতের হারিয়ান গ্রামের বাসিন্দা বারেক আলীর অভিযোগ, বছরখানেক আগে সরকারি আবাস যোজনার তালিকায় তার নাম আসে। সেই তালিকা নিয়ে পঞ্চায়েত সদস্য এর সাথে যোগাযোগ করেন তিনি।

Advertisement
আবাস যোজনার ঘর নিয়ে ক্ষোভ
  • 4/6

অভিযোগ সেই সময় ওই এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যা রুপসানা খাতুন তার কাছ থেকে 10 হাজার টাকা দাবি করেন । দিনমজুর বারেক সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপর বারংবার পঞ্চায়েত দপ্তরের ঘোরাঘুরি করলেও টাকা মেলেনি। সম্প্রতি তিনি জানতে পারেন তার বাড়ির টাকা অন্য একাউন্টে ঢুকেছে। এরপরই ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। 
       

আবাস যোজনার ঘর নিয়ে ক্ষোভ
  • 5/6

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্যা রুপসানা খাতুন। তিনি বলেন টাকা চাওয়ার যে অভিযোগ করা হচ্ছে সেটা ভিত্তিহীন। ওই ব্যক্তি যাতে ঘরের টাকা পান সেই কারণে তিনি পঞ্চায়েত থেকে বিডিও অফিসের বারবার দরবার করেছেন। এই ঘটনায় অস্বস্তিতে  তৃণমূল নেতৃত্ব। চাঁচোল ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সচ্চিদানন্দ চক্রবর্তী বলেন, কারো বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে প্রশাসন ব্যবস্থা নেবে, দল পাশে থাকবে না। 
         

 

আবাস যোজনার ঘর নিয়ে বিক্ষোভ
  • 6/6

এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি।জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,তৃণমূলের কাটমানি নেওয়া টা মজ্জগত ব্যাপার।       মালদার চাঁচোল ১ নম্বর ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য্য জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement