scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Jagadhatri Puja 2022 Chandannagar : কলকাতায় দুর্গাপুজোর ভিড়কে ছাপাল চন্দননগর, অষ্টমীর রাতে জনসমুদ্র, PHOTOS

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 1/10

জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja 2022) আর চন্দননগর যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। চন্দননগরের (Jagadhatri Puja 2022 Chandannagar) মানুষ সারা বছর অপেক্ষা করে বসে থাকেন মা জগদ্ধাত্রীর পথ চেয়ে। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 2/10

৪ দিনেই বলতে গেলে গোটা বছরের আনন্দ প্রাণ ভরে উপভোগ করে নেন চন্দননগরবাসী। আর শুধু চন্দননগর কেন, গোটা রাজ্য তথা বাইরে থেকেও জগদ্ধাত্রীপুজোর সময় এখানে ভিড় জমান মানুষ। (ছবি সৌজন্যে -ফেসবুক)

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 3/10

তবে করোনার জেরে গত ২ বছর সেই আনন্দে অনেকটাই ভাটা পড়ে। বেশ কয়েক জায়গায় পুজো হয় ছোট করে। আবার কোথাও কোথাও ঘটেই মা জগদ্ধাত্রীর আরাধনা করা হয়। 

Advertisement
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 4/10

তবে এই বছর আবার পূর্ণ উদ্যোগে মা জগৎজননীর আরাধনায় মেতেছে চন্দননগর। অষ্টমীর রাতে সেই ছবিই ধরা পড়ল Bangla.Aajtak.In-এর ক্যামেরায়। (ছবি সৌজন্যে-ফেসবুক)

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 5/10

চাউলপট্টির আদি মা থেকে উল্টোদিকের মেজো মা, কিংবা বাগবাজার চৌমাথা থেকে বিদ্যালঙ্কার, উপচে পড়া ভিড় সর্বত্রই।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 6/10

থিমের পুজো থেকে সাবেকিয়ানা, সব মিলে মিশে চন্দননগর আবার সেই পুরনো ছন্দে। সঙ্গে আলোর মেলা। নানা রঙের ও ডিজাইনের লাইটিংয়ে যেন দিনের আলোর মতোই ঝলমলে চন্দননগর। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 7/10

দিনের বেলার চড়া রোদ হোক বা গভীর রাতের হালকা হিমেল পরশ, মানুষের ভিড় কম নেই কোনও সময়েই। 

আরও পড়ুনক্যান্সার থেকে কৃমি, ত্রিফলা চূর্ণের ১০ গুণ জীবন বদলে দেবে

Advertisement
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 8/10

উদ্যোক্তা থেকে দর্শনার্থী, প্রত্যেকেই বলছেন, করোনার কঠিন সময় কাটিয়ে ফের আগের মতো করে মায়ের আরাধান হচ্ছে। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 9/10

আর তাই সেই আনন্দ থেকে একটুও বঞ্চিত হতে চান না তাঁরা। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো ২০২২
  • 10/10

অন্যদিকে উৎসবের মাঝে যেন কোথাও কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসনও

Advertisement