scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS: বিষধর কালাচ খাচ্ছে আরেক কালাচ সাপ! 'হাড়হিম' দৃশ্য শান্তিপুরে

kalach snake
  • 1/10

স্বজাতীকেই ভক্ষণ! শুনতে অবাক লাগলেও নদিয়ার শান্তিপুরে এমন দৃশ্যই চোখে পড়লো। 

kalach snake
  • 2/10

 কালাচ সাপ উদ্ধারের সময় মুখ দিয়ে বেরিয়ে আসলো অপর একটি কালাচ!
 

kalach snake
  • 3/10

জনবহুল এলাকায়  বিষধর কালাচ সাপ উদ্ধার ঘিরে এমনিতেই  আতঙ্ক ছড়িয়েছিল। 
 

Advertisement
kalach snake
  • 4/10

বিষধর কালাচ সাপ উদ্ধারের সময় ঘটলো বিরল ঘটনা, যা আগে  সচরাচর দেখা যায়নি। 
 

kalach snake
  • 5/10

বিষধর কালাচ সাপের মুখ দিয়ে বেরিয়ে এলো আরেকটি বিষধর কালাচ , যা দেখে এলাকার সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া। 
 

kalach snake
  • 6/10

সোমবার রাত্রি দশটা নাগাদ ওই এলাকায় একটি অত্যন্ত বিষধর কালাচ সাপ ঘোরাফেরা করতে দেখেন বেশকিছু স্থানীয় বাসিন্দা।  আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। যদিও বনদফতরের  ফোন নাম্বার না থাকায় ফোন করা হয়  স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপ সাহাকে। 
 

kalach snake
  • 7/10

একটি পাথরের নীচে  ওই বিষধর কালাচ সাপটি আশ্রয় নিয়েছিল। অনুপম সাহা সেটি  উল্টাতেই ঘটলো বিরল ঘটনা। বিষধর কালাচ সাপটিকে উদ্ধার কার্যের সময় দেখা গেল তার মুখ দিয়ে আরো একটি বিষধর কালাচ বেরিয়ে রয়েছে।
 

Advertisement
kalach snake
  • 8/10

 এ বিষয়ে অনুপম সাহা জানান, এটা বিরল ঘটনা,  সচরাচর এমন নজরে পড়েনি। তবে স্বজাতীয় ভক্ষণ করে থাকে যে সমস্ত প্রাণী তার মধ্যে কালাচও পড়ে।
 

kalach snake
  • 9/10

 দুটি বিষধর কালাচ সাপকেই  বেশ কিছুক্ষণের চেষ্টায়  উদ্ধার করে বস্তাবন্দি করেন  অনুপম সাহা। বিষধর কালাচ সাপ দুটোকে উদ্ধার করার পরে বনদফতরের  হাতে তুলে দেওয়া হয়।

kalach snake
  • 10/10

 বিগত দিনে শান্তিপুরের বিভিন্ন এলাকায়  বিষধর কালাচ সাপের কামড়ে শিশু-সহ একাধিক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যে কারণে এমনিতেই আতঙ্কে গোটা শহরবাসী। 

Advertisement