বিষধর কালাচ সাপের মুখ দিয়ে বেরিয়ে এলো আরেকটি বিষধর কালাচ , যা দেখে এলাকার সাধারণ মানুষের চক্ষু চড়কগাছ। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া।
সোমবার রাত্রি দশটা নাগাদ ওই এলাকায় একটি অত্যন্ত বিষধর কালাচ সাপ ঘোরাফেরা করতে দেখেন বেশকিছু স্থানীয় বাসিন্দা। আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। যদিও বনদফতরের ফোন নাম্বার না থাকায় ফোন করা হয় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপ সাহাকে।
একটি পাথরের নীচে ওই বিষধর কালাচ সাপটি আশ্রয় নিয়েছিল। অনুপম সাহা সেটি উল্টাতেই ঘটলো বিরল ঘটনা। বিষধর কালাচ সাপটিকে উদ্ধার কার্যের সময় দেখা গেল তার মুখ দিয়ে আরো একটি বিষধর কালাচ বেরিয়ে রয়েছে।
এ বিষয়ে অনুপম সাহা জানান, এটা বিরল ঘটনা, সচরাচর এমন নজরে পড়েনি। তবে স্বজাতীয় ভক্ষণ করে থাকে যে সমস্ত প্রাণী তার মধ্যে কালাচও পড়ে।
দুটি বিষধর কালাচ সাপকেই বেশ কিছুক্ষণের চেষ্টায় উদ্ধার করে বস্তাবন্দি করেন অনুপম সাহা। বিষধর কালাচ সাপ দুটোকে উদ্ধার করার পরে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।