লাগাতার বৃষ্টি আর ডিভিসির দফায় দফায় জল ছাড়া, দু'য়ের প্রভাবে বিপর্যস্ত হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা।
ইতিমধ্যেই খানাকুল-২ ব্লকের মাড়োখানা পঞ্চায়েত এবং খানাকুল-১ ব্লকের খানাকুল-২ পঞ্চায়েতের একাধিক গ্রাম জলমগ্ন।
চাষের জমি, রাস্তা, ঘরবাড়ি, সব কিছুই এখন জলের নিচে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
রূপনারায়ণ ও মুণ্ডেশ্বরী, খানাকুলের দু’দিক ঘেঁষে বয়ে যাওয়া এই দুই নদীর জলস্তর লাগাতার বাড়ছে।
ডিভিসি থেকে জল ছাড়া অব্যাহত থাকায় নদী দু’টির জলস্তর বিপজ্জনক হারে বেড়েছে।
জলস্তর এতটাই বেড়েছে যে, হুগলি ও হাওড়ার যোগাযোগের অন্যতম মাধ্যম পানশিউলি বাজারের বাঁশের সেতুটি খুলে ফেলতে হয়েছে।
আপাতত নৌকায় যাতায়াতই একমাত্র ভরসা এলাকার মানুষের।
গ্রামবাসীদের অভিযোগ, 'বর্ষার শুরু থেকেই ডিভিসি প্রায় নিয়ম করে জল ছাড়ছে। তার ফলে টানা তিন মাস ধরে মাড়োখানা পঞ্চায়েতের মাঠ, জমি ডুবে আছে।'
স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, পুজোর পরই সাধারণত তাঁরা সবজি চাষ শুরু করেন। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে তা কার্যত অসম্ভব বলে মনে করছেন তাঁরা।
আপাতত জলস্তর নেমে পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সেদিকেই তাকিয়ে খানাকুলবাসী। রিপোর্টারঃ রাহি হালদার