scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Khela Hobe Dibas : ফুটবল পায়ে মমতা! রানাঘাটের শিল্পীর গড়া ছোট্ট মূর্তি

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk one
  • 1/14

আজ, ১৬ আগস্ট রাজ্যে খেলা হবে দিবস (Khela Hobe Dibas) পালন করছে তৃণমূল সরকার। এ রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও এই কর্মসূচি পালন করা হচ্ছে।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk two
  • 2/14

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ১৬ আগস্ট-কে খেলা হবে দিবস (Khela Hobe Dibas) বলে ঘোষণা করছেন।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk three
  • 3/14

আর এই দিনকে সামনে রেখে রানাঘাটের রামনগরের বাসিন্দা মানিক দেবনাথ বিশেষ কাজে ব্যস্ত ছিলেন।

Advertisement
Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk four
  • 4/14

কেমন দেখতে তাঁর তৈরি মূর্তি? সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুটবল খেলছেন। তাঁর পায়ে রয়েছে একটি ফুটবল। অত্যন্ত ছোট সেই মূর্তি। তা তৈরি করতে যে কী দক্ষতা, পরিশ্রম লাগে, সেটি দেখলেই বোঝা যায়।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk five
  • 5/14

খেলা হবে দিবস (Khela Hobe Dibas)-কে স্মরণীয় করে রাখতে তিনি কয়েক রাত পরিশ্রম করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)-এর মূর্তি।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk six
  • 6/14

পেশায় ব্যবসায়ী মানিক দেবনাথ। কাজের ফাঁকে তিনি এখনও সৃষ্টিসুখের আনন্দে মেতে ওঠেন।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk seven
  • 7/14

শুধু এই নয়, ছোট ডালের ওপর কখনও মূর্তি, কখনও একটা চুলের ওপর 'ইন্ডিয়া' লেখা। 

Advertisement
Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk eight
  • 8/14

তা ছাড়া নানা সূক্ষ্ম কাজ তাঁর নখদর্পণে। বহু বছর ধরে এমন সৃষ্টি করলেও কোনও সরকারি স্বীকৃতি কিংবা সাহায্য পাননি।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk nine
  • 9/14

প্রাক্তন রাজ্যপাল বীরেনজা শাহ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)কে তাঁর ক্ষুদ্র শিল্প উপহারও দেখিয়ে এসেছেন।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk ten
  • 10/14

কিন্তু কোনও ভাবে সাফল্য আসেনি। তবে হেরে যেতে রাজি নন। তাঁর এক ছেলে, এক মেয়ে। তাঁদের বিয়ে হয়ে গিয়েছে।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk twelve
  • 11/14

তিনি মনে করেন, বয়স কোনও বাধা নয়। তাই এই বার খেল হবে দিবসের দিন তিনি ১০ মিলিমিটার আঠা ও রং দিয়ে চোখ ধাঁধানো মূর্তি তৈরি করেছেন তিনি।

Advertisement
Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk one ten
  • 12/14

দেখলে তাক লেগে যেতে হয় তাঁর সৃষ্টি।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk one one
  • 13/14

নদিয়া তথা রাজ্যবাসীকে উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি কয়েকদিন আগে একটি ছোলার ডালের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ও তাঁর মায়ের ছবি আঁকলেন মানিক দেবনাথ। রাতে কাজ করে এই মডেল তৈরি করতে লেগেছেন।

Khela Hobe Dibas declared by Mamata Banerjee Nadia artist made miniature statue of WB CM abk one five
  • 14/14

মূলত খেলা হবে দিবসকে সামনে রেখে মানিক দেবনাথের এমন 'ছোট' কাজ। এর আগেও তিনি অনেক ছোট, ছোট কাজ করেছেন। আর এই বার তার খেলা দিবস (Khela Hobe Dibas) উপলক্ষে এমন কাজ।

Advertisement