সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার। তবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে।
গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির ঝাঁঝ কমেছে। এই অবস্থায় হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। তবে উত্তরের জেলাগুলিতে আরও কিছুদিন বৃষ্টি চলবে।
হাওয়া অফিস বলছে মৌসুমী অক্ষরেখার বর্তমানে গোপালপুর হয়ে উড়িশার ভেতর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে আগামী কয়েকদিন। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টি চলবে।
উত্তরের বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।