উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে এবার জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে।
পাটনা থেকে উত্তরবঙ্গের সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও সিকিমে। আজ থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে।
এছাড়া একটি ঘূর্ণাবর্ত বিহার ও উত্তরপ্রদেশ উপরে রয়েছে। এর প্রভাবেও উত্তরের উপরের ৫ জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে ১২ ও ১৩ তারখ অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
এদিকে ১১ অগস্ট থেকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিশেষ করে দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও সাথে বজ্র পাত হবে। তবে দক্ষিণে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
এদিকে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভবনা রয়েছে। বৃষ্টির কারণে বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।