scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: সপ্তাহ জুড়ে উত্তরে অতি বৃষ্টি, রেহাই নেই দক্ষিণেরও

Weather Update
  • 1/9

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টি আগামী পাঁচদিন চলবে বলে এবার জানাল হাওয়া অফিস।

Weather Update
  • 2/9

আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ থেকে ১৫ অগস্ট উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টির পরিমাণ বাড়বে। 

Weather Update
  • 3/9

পাটনা থেকে উত্তরবঙ্গের সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গ ও সিকিমে। আজ থেকে রবিবার পর্যন্ত অতিবৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। 
 

Advertisement
Weather Update
  • 4/9

 এছাড়া একটি ঘূর্ণাবর্ত বিহার ও উত্তরপ্রদেশ উপরে রয়েছে। এর প্রভাবেও  উত্তরের উপরের ৫ জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে ১২ ও ১৩ তারখ  অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।

Weather Update
  • 5/9

এদিকে ১১ অগস্ট থেকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। 
 

Weather Update
  • 6/9


বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। বিশেষ করে দুই চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি ও সাথে বজ্র পাত হবে। তবে দক্ষিণে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। 

Weather Update
  • 7/9

এদিকে  উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামার সম্ভবনা রয়েছে। বৃষ্টির কারণে বাড়বে নদীর জলস্তর। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
 

Advertisement
Weather Update
  • 8/9

টানা বৃষ্টির জেরে বাংলার এখনও বেশকিছু এলাকা জলমগ্ন রয়েছে। জমা জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 
 

Weather Update
  • 9/9

কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
 

Advertisement