Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই, জানুন আবহাওয়ার পূর্বাভাস

  • 1/9

অবিরাম বৃষ্টি পড়েই চলেছে গোটা রাজ্যেজুড়ে।  এই পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলছে না আম জনতার, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। 

  • 2/9

জোড়া ঘূর্ণাবর্ত তার উপর মৌসুমী অক্ষরেখা এই ত্রিফলা আক্রমণের কারণে, জেলায় জেলায় আরও ভারী মাত্রায় বৃষ্টি পড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 
 

  • 3/9

আগামী ৫ দিন বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে  হাওয়া অফিস। সেইসঙ্গে রয়েছে বর্জ্রপাতের পূর্বাভাসও।
 

Advertisement
  • 4/9

গত সপ্তাহে ভারী বৃষ্টি দেখেছে রাজ্য । এমনকি জলমগ্ন হয়েছে কলকাতা শহর। চলতি সপ্তাহে তা কমবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা কোথাও হালকা তো কোথাও মাঝারি বৃষ্টিতে ভিজবে।

  • 5/9

উত্তরবঙ্গ নিয়ে  আবহাওয়া অফিসের  পূর্বাভাস, আগামী ২৪ ঘন্টায়  দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

  • 6/9


 আগামী ২৪ ঘন্টায়  দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

  • 7/9

পশ্চিমাঞ্চলের একাধিক জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 

Advertisement
  • 8/9


 আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে। যদিও দিন শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়েই।  কলকাতায় বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১  ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১  ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১  ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭  শতাংশ। প্যাচপ্যাচে গরমভাবটাও অতটা নেই। আজ শহরে হতে পারে দু'এক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি।
 

  • 9/9

পাঞ্জাব থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি অত্যন্ত সক্রিয় থাকার কারণেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। এই কারণে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement