scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

পাহাড়ি তক্ষক উদ্ধার শান্তিপুরে, পুলিশকে ধন্যবাদ বনদফতরের

তক্ষক উদ্ধার
  • 1/5

গৃহস্থের বাড়ি থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির তক্ষক (Tokay gecko) উদ্ধার করল পুলিশ। পরে সেটিকে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর (Santipur Nadia) ব্লকের ফুলিয়া মালিপোতা এলাকায়।

তক্ষক উদ্ধার
  • 2/5

জানা গিয়েছে, মঙ্গলবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এলাকার বাসিন্দা রানা বিশ্বাসের বাড়িতে ঢুকে পড়ে বিলুপ্তপ্রায় প্রজাতির ওই তক্ষকটি। সেটি নজরে আসতেই শান্তিপুর থানার ফোন করে বিষয়টি জানানো হয়। 

তক্ষক উদ্ধার
  • 3/5

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস। কীভাবে তক্ষকটি বাড়িতে ঢুকলো সেই বিষয়ে পরিবারের থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। 

Advertisement
তক্ষক উদ্ধার
  • 4/5

এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর থানায়। বুধবার বেলা আড়াইটে নাগাদ পুলিশের পক্ষ থেকে তক্ষকটিতে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে। 

তক্ষক উদ্ধার
  • 5/5

এই বিষয়ে বনদফতরের আধিকারিক জানান, এটি সম্ভবত বিলুপ্তপ্রায় প্রজাতির প্রথম তালিকাভুক্ত প্রাণী। তক্ষক হলেও স্থানীয়ভাবে এটি গেকো নামে পরিচিত। একইসঙ্গে তিনি জানান, এই ধরনের তক্ষক মূলত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। তবে তক্ষকটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।  

Advertisement