বুধবার দুপুর হতে না হতেই আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল কলকাতা-সহ আশপাশের এলাকায়। সঙ্গে ছিল প্রবল মেঘের গর্জন।
বুধবার সন্ধ্যা ও রাতে কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখা যেটা বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের ওপরে ছিল সেটা বুধবার উত্তর পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা নীচের দিকে নেমে এসেছে এবং অনেক বেশি সক্রিয় হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে।
পাশাপাশি একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গের ওপরে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশের ওপর রয়েছে। ফলে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবারও চলবে ঝড়-বৃষ্টি। ৯ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে। বিশেষ করে দুই ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ার বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবন রয়েছে। ৯ তারিখ থেকে এর পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।