বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে ক্রমশ সরে যাচ্ছে সেটি। এর জেরে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে।
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ায়। তবে এদিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের পূর্বের জেলাগুলিতে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।
আর দুই-তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হতে চলেছে দুই মেদিনীপুরে, জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার রাতের পর সোমবার দিনভর বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ছিল বৃষ্টির ভ্রুকুটি।
তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তুলনমূলক বৃষ্টির পরিমাণ কমলেও জল যন্ত্রণার থেকে এখনই রেহাই মিলছে না। কারণ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৫ সেপ্টেম্বর নতুন করে আবারও ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে।
এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে, অর্থাৎ ২৬ তারিখ নাগাদ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছে আসবে। সেই সময় উপকূলের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকদের কথায়, আরও ৩ টি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার জেরে রাজ্যজুড়ে আগামী সপ্তাহ পর্যন্ত চলবে বৃষ্টি।
এদিকে বর্তমান নিম্নচাপটি কলকাতা থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কারণে খুব বেশি বৃষ্টিপাত হবে না শহর ও তার আশেপাশের এলাকায়। এদিন বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতায় ও দুই ২৪ পরগনায়। বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। ঝলমলিয়ে রোদ ওঠার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বৃষ্টি কমবে তারপর। লক্ষ্মীবার থেকে কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে বলে আশা করা হচ্ছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.২ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৩ শতাংশ।
উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সবকটি জেলাতেই কোথাও না কোথাও বর্ষার বৃষ্টি হতে পারে অর্থাৎ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে আবহাওয়া দফতরের তরফ থেকে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ওইদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বাকি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।