হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল, তা অক্ষরে অক্ষরে মিলে গেল। বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে আজ অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মায়ানমার উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বাংলা অভিমুখী হয়ে বর্তমানে উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। পরবর্তী ২৪ ঘন্টায় এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে উঠবে ও শক্তি বাড়াবে।
নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি চলবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। সেই কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। বুধবার লাল সতর্কতা রয়েছে ঝাড়গ্রামের জন্যও।
উপকূলীয় জেলাগুলির পাশাপাশি এইদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে পারে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে। এর জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও এদিন কলকাতা, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে। সেই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, উপকূলের জেলাগুলিতে ঘণ্টায় ৪০ – ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটারে। অন্যান্য জেলায় হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৩০ – ৪০ কিলোমিটার।
সমুদ্রে বইছে দমকা হাওয়া, এই কারণে মঙ্গলবারের পর বুধবারেও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বর্ষার বৃষ্টি চলবে। এই মুহূর্তে মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন এলাকায় দুর্বল, তবে দিন কয়েকের মধ্যে সেই অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা।
এদিকে মঙ্গলবার থেকেই উপকূলীয় সাগরদ্বীপ, ক্যানিং, গোসাবা প্রভৃতি এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। দুপুর থেকে কলকাতাতেও বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে।
আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মিনি সাইক্লোনের রূপ নিয়েছে । শুধু স্বল্পক্ষণ সমুদ্রে ছিল বলে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। এবারের নিম্নচাপ অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে উপকূলবর্তী এলাকায় সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দিঘা থেকে মন্দিরমণি, তাজপুর---গোটা সি বিচ ফাঁকা করে দেওয়া হয়েছে। নিউ দিঘায় বিচে ঢোকার রাস্তা দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, সেই কারণে শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮০ শতাংশ।
প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দুর্যোগ শুরু হয়েছে বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের অভিমুখ সরাসরি বাংলা হওয়া স্থলভাগে তা ঢুকে তাণ্ডব শুরু করে দিয়েছে। হাওয়া অফিস বলছে সারাদিনই বৃষ্টি চলবে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়াতে। সেই সঙ্গে বাতাসের গতি থাকবে ৩০-৪০ কিলোমিটার। আগামী কয়েকঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে।